পদত্যাগের দাবিতে চলছে আমরণ অনশন, বিক্ষোভের মধ্যে বিশ্ববিদ্যালয়ে এলেন উপাচার্য

উপাচার্যের পদত্যাগের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আমরণ অনশন চলছে। ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসেছে এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু,আলোচ্যসূচিতে নেই উপাচার্যের পদত্যাগ ইস্যু। ফলে সমস্যা মেটার কোনও আশা দেখছেন না আন্দোলনকারীরা।

Updated By: Jan 7, 2015, 05:03 PM IST
পদত্যাগের দাবিতে চলছে আমরণ অনশন, বিক্ষোভের মধ্যে বিশ্ববিদ্যালয়ে এলেন উপাচার্য

ওয়েব ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আমরণ অনশন চলছে। ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসেছে এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু,আলোচ্যসূচিতে নেই উপাচার্যের পদত্যাগ ইস্যু। ফলে সমস্যা মেটার কোনও আশা দেখছেন না আন্দোলনকারীরা।

আজকের বৈঠকে মূলত শ্লীলতাহানিকাণ্ডে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন, ১৬ সেপ্টেম্বরের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত সহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে, ছাত্রছাত্রীদের প্রবল বিক্ষোভের মধ্যেই আজ বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। কিছুক্ষণ থাকার পর পিছনের গেট দিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন। পদত্যাগের দাবিতে গত পরশু রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আমরণ অনশনে বসেছেন ছাত্রছাত্রীরা। গতকাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা হলেও জট কাটেনি।

.