উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ যাদবপুরে গণভোট
অভিজিত চক্রবর্তীর উপাচার্য পদে থাকা উচিত কিনা তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ গণভোট নেওয়া হবে। আজ সকাল এগারোটা থেকে ভোটগ্রহণ শুরু হবে । বেলা একটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শুক্রবারও ফের হবে ভোটগ্রহণ। আগামিকাল সন্ধ্যা ৬টার পর জানা যাবে ভোটের ফলাফল।
কলকাতা: অভিজিত চক্রবর্তীর উপাচার্য পদে থাকা উচিত কিনা তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ গণভোট নেওয়া হবে। আজ সকাল এগারোটা থেকে ভোটগ্রহণ শুরু হবে । বেলা একটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শুক্রবারও ফের হবে ভোটগ্রহণ। আগামিকাল সন্ধ্যা ৬টার পর জানা যাবে ভোটের ফলাফল।
এদিকে বিশ্ববিদ্যালয়ে পুলিস ডাকার পর যেসব নিয়ম চালু হয়েছিল সেই নিয়মেও কিছু পরিবর্তন আনল কর্তৃপক্ষ। এব্যাপারে গতকাল নতুন করে নির্দেশিকা দেওয়া হয়েছে। জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন দুই নম্বর গেট খোলা থাকবে। গাড়ি সংক্রান্ত নির্দেশিকাটি অবশ্য বজায় থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত নির্দেশিকা কোর্টের নয় জুলাই মাসে পরিচালন সমিতির বৈঠকেই এবিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে জানানো হয়েছে। যাদবপুরের বিক্ষুব্ধ ছাত্রছাত্রী এবং শিক্ষক সংগঠন জুটা অবশ্য আগেই দাবি করেছিল আদালতের নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এইসব নির্দেশিকা কার্যকর করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।