মধ্যমগ্রামের পর কড়েয়া, শ্লীলতাহানির পর নিগৃহীতার পরিবারকে হুমকি অভিযুক্তের সঙ্গীদের

মধ্যমগ্রাম কাণ্ডের ছায়া কলকাতার কড়েয়া এলাকায়। শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতারের পর নিগৃহীতার পরিবারকে হুমকি অভিযুক্তের সঙ্গীদের। অভিযোগ নিগৃহীতার পরিবারের। এমনকী, স্থানীয় থানায় ফোন করেও প্রথমে মেলেনি সহায়তা। লালবাজারের হস্তক্ষেপে থানা এগিয়ে এলেও আতঙ্কে মহিলার পরিবার।

Updated By: Jan 1, 2014, 05:39 PM IST

মধ্যমগ্রাম কাণ্ডের ছায়া কলকাতার কড়েয়া এলাকায়। শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতারের পর নিগৃহীতার পরিবারকে হুমকি অভিযুক্তের সঙ্গীদের। অভিযোগ নিগৃহীতার পরিবারের। এমনকী, স্থানীয় থানায় ফোন করেও প্রথমে মেলেনি সহায়তা। লালবাজারের হস্তক্ষেপে থানা এগিয়ে এলেও আতঙ্কে মহিলার পরিবার।

স্বামীর সঙ্গে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন কড়েয়ার বাসিন্দা এই মহিলা। অভিযোগ তখনই তাঁর শ্লীলতাহানি করে এলাকারই চার যুবক। থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হয় সাজিদ নামে এক অভিযুক্ত। অভিযোগ, এরপর থেকেই মহিলার পরিবারকে হুমকি দিতে থাকে সাজিদের সঙ্গীরা। মঙ্গলবার রাতে মহিলার বাড়িতে দলবল নিয়ে হাজির হয় সাজিদের বন্ধুবান্ধরা। মহিলার স্বামী, শ্বশুর ও দেওরকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সাজিদ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ না তুলে নিলে মহিলাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়।

কড়েয়া থানায় ফোন করেও প্রথমে সহায়তা পায়নি মহিলার পরিবার। অভিযোগ, থানা থেকে তাঁদের বলা হয়, বর্ষবরণের রাতে বাহিনী কম। তাই তাঁদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। পরিবারের দাবি, এরপর লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করার পর উদ্যোগী হয় পুলিস। মহিলার বাড়িতে পাঠানো হয় বাহিনী। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত মহিলার পরিবার। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন মহিলার পরিবারের সদস্যরা। এ ঘটনা রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল।

.