যাত্রী বিক্ষোভে হাওড়ায় আটকে কর্মভূমি এক্সপ্রেস
যাত্রী বিক্ষোভের জেরে হাওড়া স্টেশনে দীর্ঘক্ষণআটকে ছিল কর্মভূমি এক্সপ্রেস। অসমের কামাখ্যা থেকে যাত্রা করে হাওড়া হয়ে ফের এই ট্রেন রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশ্যে। আজ হাওড়া স্টেশনে পৌছনের পর ট্রেনে কোনও জল পাননি, এমনই অভিযোগ যাত্রীদের।
![যাত্রী বিক্ষোভে হাওড়ায় আটকে কর্মভূমি এক্সপ্রেস যাত্রী বিক্ষোভে হাওড়ায় আটকে কর্মভূমি এক্সপ্রেস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/09/30969-karmabhumi-express.jpg)
হাওড়া: যাত্রী বিক্ষোভের জেরে হাওড়া স্টেশনে দীর্ঘক্ষণআটকে ছিল কর্মভূমি এক্সপ্রেস। অসমের কামাখ্যা থেকে যাত্রা করে হাওড়া হয়ে ফের এই ট্রেন রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশ্যে। আজ হাওড়া স্টেশনে পৌছনের পর ট্রেনে কোনও জল পাননি, এমনই অভিযোগ যাত্রীদের।
এরপরেই চেন টেনে ট্রেন থামিয়ে দেন তাঁরা। শুরু হয় জলের দাবিতে যাত্রীবিক্ষোভ। বিক্ষোভের জেরে দীর্ঘ সময় আটকে থাকে এই ট্রেন। তিন ঘণ্টা পর জলের নতুন পাম্পের ব্যবস্থা করেন রেল কর্তৃপক্ষ। এরপর হাওড়া স্টেশন থেকে মুন্বইয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেন।