আগামী দু'মাসে মহানগরের উন্নয়নে ৪০০ কোটি টাকা খরচ করবে পুরসভা

সামনেই  কলকাতার পুরসভার নির্বাচন।  লড়াইয়ে নেমে পড়েছে বিরোধী দলগুলি।  পিছিয়ে নেই সরকার পক্ষও।  উন্নয়নের  সুফল ঘরে তুলতে  এবার পুরসভাকে অতিরিক্ত  ১৫৫ কোটি টাকা  বরাদ্দ করেছে রাজ্য সরকার।  আগামী দু মাসে  উন্নয়ন খাতে মোট ৪০০ কোটি টাকা খরচ করবে পুরসভা। ভোটের  আগে  উন্নয়নের সব বকেয়া কাজ শেষ করে ফেলার টার্গেট নিল কলকাতা পুরসভা।  জানুয়ারির মধ্যে ৪০০ কোটি টাকার কাজ শেষ  করতে হবে বলে সিদ্ধান্ত  হয়েছে মেয়র পারিষদের বৈঠকে।    

Updated By: Oct 31, 2014, 07:28 PM IST
আগামী দু'মাসে মহানগরের উন্নয়নে ৪০০ কোটি টাকা খরচ করবে পুরসভা

কলকাতা: সামনেই  কলকাতার পুরসভার নির্বাচন।  লড়াইয়ে নেমে পড়েছে বিরোধী দলগুলি।  পিছিয়ে নেই সরকার পক্ষও।  উন্নয়নের  সুফল ঘরে তুলতে  এবার পুরসভাকে অতিরিক্ত  ১৫৫ কোটি টাকা  বরাদ্দ করেছে রাজ্য সরকার।  আগামী দু মাসে  উন্নয়ন খাতে মোট ৪০০ কোটি টাকা খরচ করবে পুরসভা। ভোটের  আগে  উন্নয়নের সব বকেয়া কাজ শেষ করে ফেলার টার্গেট নিল কলকাতা পুরসভা।  জানুয়ারির মধ্যে ৪০০ কোটি টাকার কাজ শেষ  করতে হবে বলে সিদ্ধান্ত  হয়েছে মেয়র পারিষদের বৈঠকে।    
 
বিরোধীরা অবশ্য মনে করছেন  পুরসভাকে পরিকল্পনা বহির্ভূত খাতে টাকা দিয়েও শেষ রক্ষা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছরে  পুরস্কার বিতরণি অনুষ্ঠান আর শহর  সাজানোর কাজ করতে গিয়ে  পুরসভা  টাকার অভাবে পড়ে গিয়েছে ।  পুরসভা সূত্রের  খবর   বিগত বাম বোর্ডের রেখে যাওয়া তিনশ পঞ্চাশ কোটির ফিক্সড ডিপোজিটের পরিমাণও কমে দাড়িয়েছে নব্বই কোটি টাকায়।  বন্ধ হতে বসেছে জনমুখী প্রকল্পগুলিও।  এখন শেষ মুহূর্তে  নাগরিক স্বাচ্ছন্দের কাজে জোর দিয়ে  তৃণমূল কংগ্রেস পুরবোর্ড ধরে রাখতে পারে কিনা  সেটাই দেখার।

 

.