টালা ব্রিজ ঘুরে দেখল কেএমডিএ, পূর্তদফতর! ১৫দিনের মধ্যেই জানানো হবে ব্রিজ ভাঙার দিন

টালা ব্রিজে যে অংশ চিৎপুর রেললাইনের ওপর দিয়ে গিয়েছে সেইসব জায়গা পরিদর্শন করে দেখেন তাঁরা। খতিয়ে দেখেন ব্রিজের অবস্থা। দেখেন ব্রিজের নিচের দিকের এলাকাও। 

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Nov 2, 2019, 01:50 PM IST
টালা ব্রিজ ঘুরে দেখল কেএমডিএ, পূর্তদফতর! ১৫দিনের মধ্যেই জানানো হবে ব্রিজ ভাঙার দিন

সুকান্ত মুখোপাধ্যায়: শনিবার সকালেই টালা ব্রিজ পরিদর্শনে গেলেন কেএমডিএ, রেল, পূর্ত দফতর এবং ট্রান্সপোর্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন কলকাতা ট্রাফিক পুলিসও। টালা ব্রিজে যে অংশ চিৎপুর রেললাইনের ওপর দিয়ে গিয়েছে সেইসব জায়গা পরিদর্শন করে দেখেন তাঁরা। খতিয়ে দেখেন ব্রিজের অবস্থা। দেখেন ব্রিজের নিচের দিকের এলাকাও। 

জানুয়ারিতে ব্রিজ ভাঙা হলে কোন পথে গাড়ি ঘোরান হবে সেই বিষয়েও খতিয়ে দেখে আলোচনা করা হয়। নির্দেশ মতো আগামী ১৫ দিনের মধ্যেই নবান্নে রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরই ব্রিজ ভাঙার দিনক্ষণ জানা যাবে। 

আরও পড়ুন; ছট পুজো করতে চেয়ে রবীন্দ্র সরোবরে বিক্ষোভ, ভেঙে দেওয়া হল গেটের তালা

.