রাতের কলকাতায় গণধর্ষণ: গুরুতর অসুস্থ নিগৃহীতা, ধৃত ১, ধৃত নিগৃহীতার পূর্বপরিচিত বলে দাবি পুলিসের
রাতের কলকাতা শহরে ফের গণধর্ষণের অভিযোগ। দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ এক তরুণীর। গুরুতর অসুস্থ ওই তরুণীর সঙ্গে পুলিস এখনও বিস্তারিত কথা বলতে পারেনি। পুলিসের জালে মূল অভিযুক্ত হামিদ। তারপরই ঘটনা সম্পর্কে কয়েকটি অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি পুলিসের।প্রাথমিকভাবে ওই তরুণী এবং পরিবারের বক্তব্য অনুসারে পুলিস জানতে পারে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ দক্ষিণ কলকাতার এক শপিং মল থেকে বের হয়েছিলেন তিনি। সেখান থেকে ট্যাক্সি করে যান পার্ক সার্কাস। দুই সহকর্মীকে নামিয়ে ট্যাক্সি চালককে হাওড়া যেতে বলেন। চালক রাজি না হওয়ায় খিদিরপুর পর্যন্ত যান। সেখানে থেকেই তাঁকে জোর করে গাড়িতে তোলা হয় এবং গণধর্ষণের ঘটনা ঘটে। ভোর রাতে তাঁকে দুষ্কৃতীরা আউটরামঘাটের কাছে ফেলে যায়। সেখান থেকে কোনও মতে হাওড়া স্টেশন পৌছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
রাতের কলকাতা শহরে ফের গণধর্ষণের অভিযোগ। দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ এক তরুণীর। গুরুতর অসুস্থ ওই তরুণীর সঙ্গে পুলিস এখনও বিস্তারিত কথা বলতে পারেনি। পুলিসের জালে মূল অভিযুক্ত হামিদ। তারপরই ঘটনা সম্পর্কে কয়েকটি অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি পুলিসের।প্রাথমিকভাবে ওই তরুণী এবং পরিবারের বক্তব্য অনুসারে পুলিস জানতে পারে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ দক্ষিণ কলকাতার এক শপিং মল থেকে বের হয়েছিলেন তিনি। সেখান থেকে ট্যাক্সি করে যান পার্ক সার্কাস। দুই সহকর্মীকে নামিয়ে ট্যাক্সি চালককে হাওড়া যেতে বলেন। চালক রাজি না হওয়ায় খিদিরপুর পর্যন্ত যান। সেখানে থেকেই তাঁকে জোর করে গাড়িতে তোলা হয় এবং গণধর্ষণের ঘটনা ঘটে। ভোর রাতে তাঁকে দুষ্কৃতীরা আউটরামঘাটের কাছে ফেলে যায়। সেখান থেকে কোনও মতে হাওড়া স্টেশন পৌছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
তদন্তে নেমে পুলিস গ্রেফতার করে মহম্মদ হামিদকে।
হামিদকে জেরা করে মুন্সিগঞ্জের যে গ্যারাজের পাশে ঘটনাটি ঘটে সেই জায়গাটি চিহ্নিত করা হয়। চিহ্নিত করা হয় ১৪ চাকার লরিটিকেও। পুলিসের দাবি , ঘটনা সম্পর্কে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে।
জেরায় হামিদ জানিয়েছে তাঁর সঙ্গে পরিচয় ছিল তরুণীর। তরুণীর সহমতেই তাঁরা একসঙ্গে খিদিরপুর আসে। হামিদ সেসময় তার সঙ্গে একাই ছিল।
ওই তরুণীর সঙ্গে বিস্তারিত কথা বলার পরই এই অসঙ্গতি গুলি দূর হবে বলে মনে করছে পুলিস। প্রথমে হাওড়া হাসপাতালে ভর্তি করা হলেও পরে রাজ্য সরকারের উদ্যোগে তরুণীকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।