কয়লা কাণ্ডে স্বস্তি Abhishek-র ব্যক্তিগত সচিবের, গ্রেফতারি এড়ালেন Sumit

কলকাতা হাইকোর্টের অর্ডারে আগামি ছয় সপ্তাহ গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিগত সচিব সুমিত রায়কে।

Updated By: Nov 12, 2021, 12:50 PM IST
কয়লা কাণ্ডে স্বস্তি Abhishek-র ব্যক্তিগত সচিবের, গ্রেফতারি এড়ালেন Sumit

নিজস্ব প্রতিবেদন: কয়লা কাণ্ডে অবশেষে স্বস্তি সুমিত রায়ের। আগামি ছয় সপ্তাহ তাকে গ্রেফতার করতে পারবে না ED।

কলকাতা হাইকোর্টের অর্ডারে আগামি ছয় সপ্তাহ গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিগত সচিব সুমিত রায়কে। এর মাঝে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ভারচুয়ালি সেটা করতে পারে ED। হাইকোর্টের নির্দেশে সুমিতকে ভারচুয়ালি অথবা সশরীরে হাজিরা দিতে হবে ED-র সামনে। 

আরও পড়ুন: Tollygunge: পণের জন্য অত্যাচার, হাতের তালুতে শাশুড়ির নাম লিখে আত্মঘাতী ২০ বছরের যুবতী

এই রায়কে চ্যালেঞ্জ করে আগামি সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানাবে ED। কয়লাকান্ডে ইতিমধ্যেই দুটি নোটিস পাঠানো হয়েছে সুমিত রায় কে। 

আরও পড়ুন: 'জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?' তথাগতর শত সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দিলীপ

কয়লা কাণ্ডে এর আগে জেরা করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক কে। দুই বার সেই হাজিরা এড়িয়ে শেষ অবধি তিনি দিল্লিতে দেখা করেন ED-র সঙ্গে। এছারাও তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকেও ডেকে পাঠানো হয়। রুজিরা সেই হাজিরা এড়িয়ে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ED-র মুখোমুখি হন এবং ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলে তাঁর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.