TMC Leaders Property in Last 5 Years: তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর ৫ বছরে সম্পত্তি বৃদ্ধি 'বহুগুণ'! খতিয়ে দেখবে ইডি?

TMC Leaders Property in Last 5 Years: ২০১১ সালে ভোটের সময় শাসকদলের নেতা-মন্ত্রীরা সম্পত্তির যে খতিয়ান দিয়েছিল, ২০১৬ সালে দেখা যায় তাঁদের সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। কে কে আছেন এই ১৯ জন নেতা-মন্ত্রীর তালিকায়?

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 8, 2022, 04:40 PM IST
TMC Leaders Property in Last 5 Years: তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর ৫ বছরে সম্পত্তি বৃদ্ধি 'বহুগুণ'! খতিয়ে দেখবে ইডি?
ফাইল ছবি

অর্ণবাংশু নিয়োগী: প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কাপরিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের গ্রেফতারির পর কলকাতা থেকে জেলাজুড়ে একের পর এক সম্পত্তি উদ্ধার হয়েছে। হদিশ মিলেছে একাধিক কাগুজে কোম্পানিরও। এবার এই ইডির আতস কাচের তলায় আসতে পারেন শাসকদলের নেতা-মন্ত্রী সহ আরও ১৯ জন। কীভাবে বাড়ছে শাসকদলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি? এই মর্মে ২০১৭ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলা দায়ের করেন জনৈক বিপ্লব কুমার চৌধুরী নামে এক ব্যক্তি। সেই মামলাতেই এবার ইডি-কে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, ২০১১ সালে ভোটের সময় শাসকদলের নেতা-মন্ত্রীরা সম্পত্তির যে খতিয়ান দিয়েছিল, ২০১৬ সালে দেখা যায় তাঁদের সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। সেই হলফনামাকে হাতিয়ার করেই, তারপর তাঁদের সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখতে দায়ের হয় জনস্বার্থ মামলা। কে কে আছেন এই ১৯ জন নেতা-মন্ত্রীর তালিকায়? যাঁদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে, তাঁদের মধ্যে বর্তমান অনেক মন্ত্রী আছেন। আবার কেউ কেউ এখন প্রাক্তন মন্ত্রী। তালিকায় আছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, গৌতম দেব, অরূপ রায় ও শিউলি সাহার। এই ১৯ জনের তালিকায় নাম আছে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও। এমনকি নাম আছে শোভন চট্টোপাধ্য়ায়েরও। সেইসঙ্গে অর্জুন সিং, ইকবাল আহমেদ, স্বর্ণকমল সাহা, জাভেদ আহমেদ খান, অমিত কুমার মিত্ররও নাম রয়েছে। পাশাপাশি, আব্দুর রজ্জাক মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্য়ায় ও সবস্যাচী দত্তের সম্পত্তিও এবার আসতে পারে ইডির আতস কাচের তলায়। এমনকি এই তালিকায় নাম আছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়েরও। সেইসঙ্গে এই তালিকায় নাম ছিল সুব্রত মুখোপাধ্য়ায় ও সাধন পান্ডেরও। তবে দুজনেই প্রয়াত।

আরও পড়ুন, Arpita Mukherjee, Exclusive: ৮ দিনেই ৩০ এলআইসি! বিমায় ৮১ লক্ষ টাকা বিনিয়োগ অর্পিতার

সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে মামলাকারী একটি চিঠি দেবে ইডিকে। সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি। তখন আদালতে ইডি জানাবে যে, এই মামলায় তারা কী করতে পারবে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ডায়মন্ড সিটি সাউথ ও রথতলা ক্লাবটাউনের ফ্ল্যাট থেকে নগদ উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি। সেইসঙ্গে প্রায় ৫ কোটি টাকা মূল্যের গয়নাও উদ্ধার হয়েছে। পাশাপাশি, মিলেছে বৈদেশিক মুদ্রা। এখন এই ক্ষেত্রে মামলাকারীর বক্তব্য, শাসকদলের এই ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির পিছনেও আর্থিক লেনদেনের ঘটনা ঘটে থাকতে পারে। সেক্ষেত্রে আর্থিক লেনদেন সংক্রান্ত নয়ছয় খতিয়ে দেখে ইডি। তাই ইডিকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হোক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.