গ্রেট ইস্টার্নের সামনে ফুটপাথ জুরে বাগান নিয়ে রাজ্যের কাছে জবাব চাইল আদালত

Updated By: Aug 25, 2014, 10:58 PM IST
গ্রেট ইস্টার্নের সামনে ফুটপাথ জুরে বাগান নিয়ে রাজ্যের কাছে জবাব চাইল আদালত

গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে বেআইনি বাগান তৈরি নিয়ে রাজ্যের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, নতুন করে সেজে ওঠা এই হোটেলের সামনে ওয়াটারলু স্ট্রিটের ফুটপাথ দখল করে বাগান করা হয়েছে।  

ফুটপাথের প্রায় ২০০ মিটার গিলে নিয়েছে এই বাগান। একশো তিয়াত্তর বছরের পুরনো হোটেলের দরজা ফের খোলে চলতি বছরের জানুয়ারি মাসে। আর তার কিছুদিনের মধ্যেই হোটেলের সামনের বাগান ঘিরে বিতর্ক দানা বাধে। একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়, শহরের প্রাণকেন্দ্রে ওয়াটারলু  স্ট্রিটের ফুটপাথ দখল করে তৈরি হয়েছে ওই বাগান। ফুটপাথের প্রায় ২০০ মিটার এলাকা জবরদখল হয়ে গিয়েছে। ২০০৫ সালে ভারত হোটেল গোষ্ঠীর  প্রধান ললিত সুরি বাহান্ন কোটি টাকায় গ্রেট ইস্টার্ন হোটেল কেনেন। সংস্কারের নকশা তৈরি করে সিঙ্গাপুরের সংস্থা আর্কিটেক্ট-৬১। সেই নকশা অনুমোদন  করে কলকাতা পুরসভা।

আদালতের মধ্যেই প্রধান বিচারপতি হোটেলের ছবিগুলি দেখতে চান। তারপরই নির্দেশ দেন, কীভাবে এই নকশা পুরসভার অনুমতি পেল, তা হলফনামা দিয়ে জানাতে হবে। হোটেল কর্তৃপক্ষকেও জবাব দিতে হবে।

মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর।
 

 

.