লাইনে উপছে এল ড্রেনের জল! নজিরবিহীন বিভ্রাট কলকাতা মেট্রোয়

এদিকে দমদম থেকে ময়দান ও ওদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালানো হয়।

Updated By: May 5, 2019, 12:53 PM IST
লাইনে উপছে এল ড্রেনের জল! নজিরবিহীন বিভ্রাট কলকাতা মেট্রোয়

নিজস্ব প্রতিবেদন : নজিরবিহীন বিভ্রাট কলকাতা মেট্রোয়। ড্রেনের জল উঠে এল মেট্রো লাইনে। আর তার জেরে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল। রবিবার সকালে ফের ভোগান্তির শিকার হতে হল কলকাতাবাসীকে।

এদিন সকালে ঘটনাটি ঘটেছে যতীন দাস মেট্রোয়। মেট্রোর আপ ও ডাউন দুই লাইনের মাঝে একটি ড্রেন থাকে। এদিন সকালে যতীন দাস মেট্রো স্টেশনে দেখা যায়, উপছে গিয়েছে সেই ড্রেনের জল। ড্রেনের জল উপছে লাইনের উপর চলে এসেছে।

আরও পড়ুন, ঘরে হাজার ছেলে ঢুকিয়ে মারার হুমকি ভারতীর, পাল্টা গ্রেফতারির হুঁশিয়ারি মমতার

এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে দমদম থেকে ময়দান ও ওদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালানো হয়। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় মেরামতির কাজ। জল সরানোর পর স্বাভাবিক হয় চলাচল।

আরও পড়ুন, 'উত্তরপ্রদেশের গাড়িতে করে টাকা বিলি করতে বেরিয়েছিলেন শান্তনু ঠাকুর', তোপ জ্যোতিপ্রিয়র

উল্লেখ্য, এর আগেও বহুবার কলকাতা মেট্রোয় বিভ্রাট ঘটেছে। কখনও আগুন আতঙ্ক, কখনও থার্ড রেলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে টানেলে দাঁড়িয়ে গিয়েছে মেট্রো। কিন্তু এভাবে ড্রেনের জল লাইনে উঠে আসার ঘটনা নজিরবিহীন। আগে কখনও এমন বিপর্যয় ঘটেনি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, কীভাবে জল ঢুকেছে, সেটা দেখা হচ্ছে।

.