Metro Special For IPL: আইপিএলের ম্যাচ দেখে ফিরবেন কীভাবে, স্পেশাল ট্রেন চালাবে মেট্রো

মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, সব স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন

Updated By: May 23, 2022, 07:19 PM IST
Metro Special For IPL:  আইপিএলের ম্যাচ দেখে ফিরবেন কীভাবে, স্পেশাল ট্রেন চালাবে মেট্রো

নিজস্ব প্রতিবেদন: মঙ্গল ও বুধবার আইপিএলের ম্যাচ শেষ হতে এগারোটা পেরিয়ে যেতে পারে। অত রাতে ফিরবেন কীভাবে? এর জন্য বিশেষ ব্যবস্থা করল কলকাতা মেট্রো।

মঙ্গলবার সাড়ে সাতটায় ইডেনে হচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)-এর ম্যাচ। অন্যদিকে, বুধবার রয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore) এর লড়াই। ম্যাচ শেষ হতে হতে প্রায় সাড়ে এগারোটা। ওইসসম পাওয়া যাবে স্পেশাল মিডনাইট মেট্রো সার্ভিস।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গল ও বুধবার রাত বারোটায় একটি ট্রেন ছাড়বে এসপ্ল্য়ানেড থেকে দক্ষিণশ্বর দিকে। অন্য ট্রেনটি ছাড়বে এসপ্ল্য়ানেড থেকে কবি সুভাষ স্টেশনের দিকে।

মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, সব স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন। স্মার্ট কার্ড ও টোকেন কিনে সফর করা যাবে স্পেশাল মিডনাইট ট্রেনে।

আরও পড়ুন-তুঘলকি শাসন চলছে; কেন্দ্রীয় এসেন্সিগুলির স্বশাসন এখন ২ জনের হাতে: মমতা  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.