অতিরিক্ত পশ্চিমি ঝাঞ্ঝার বাউন্সারে কাহিল শীত
অতিরিক্ত পশ্চিমি ঝঞ্ঝার বাউন্সারে আউট হয়ে যাচ্ছে শীতের লম্বা ইনিংস। একটানা থাকছে না কনকনে ঠান্ডা। এবছর কি তাহলে পাততারি গোটালো শীত? আবহাওয়া দফতরের আশ্বাস, ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য ছাড়ছে না শীত। আর চমকে দিয়ে হঠাত হঠাত করে নেমে যেতেই পারে তাপমাত্রা।
অতিরিক্ত পশ্চিমি ঝঞ্ঝার বাউন্সারে আউট হয়ে যাচ্ছে শীতের লম্বা ইনিংস। একটানা থাকছে না কনকনে ঠান্ডা। এবছর কি তাহলে পাততারি গোটালো শীত? আবহাওয়া দফতরের আশ্বাস, ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য ছাড়ছে না শীত। আর চমকে দিয়ে হঠাত হঠাত করে নেমে যেতেই পারে তাপমাত্রা।
জানুয়ারির তৃতীয় সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু, শীতের লম্বা ইনিংস কই? কখনও দুদিন, কখনও তিনদিন ময়দানে থেকেই প্যাভিলিয়নে ফিরেছে। তাহলে কি এবার আর সেভাবে ফিরেই পাওয়া যাবে না শীতকে? হাওয়া অফিস কিন্তু, হাল ছাড়ছে না। জম্মু-কাশ্মীরে থাকা পশ্চিমি ঝঞ্ঝাগুলোই নাকি এরাজ্যে অনেকদিন জিইয়ে রাখবে শীতকে। এখনও কাশ্মীর উপত্যকায় রয়েছে অনেকগুলি পশ্চিমি ঝঞ্ঝা। সোগুলোর মধ্যে একটা আবার উত্তর-পূর্ব ভারতমুখী।
অথচ এই পশ্চিমি ঝঞ্ঝাই কিন্তু আটকে দিয়েছে রাজ্যে শীতের স্থায়িত্ব। সেই কারণেই কনকনে ঠান্ডা বেশিদিন থাকছে না। গত বছর লম্বা ইনিংস খেলেছিল শীত। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত রাজ্য ছাড়েনি। তাপমাত্রাও নেমেছিল নয় ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু, এবার তো সেরকম হলো না? তাপমাত্রা অতটা না নামলেও শীত অবশ্য এবারও ফেব্রুয়ারির আগে রাজ্য ছেড়ে যাবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর মাঝেমধ্যেই চমকে দিয়ে হুট করে নেমে যাবে পারদ। তাই এই খামখেয়ালি শীতের সঙ্গেই এবছর ঘর করতে হবে এই রাজ্যকে।