অন্তিমযাত্রায় মৃণাল সেন, চোখের জলে বিদায় গুণমুগ্ধদের
মৃণাল সেনের অন্তিম যাত্রায় পা মিলিয়েছেন কবি শঙ্খ ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, নন্দিতা দাস, বিপ্লব চক্রবর্তী, সন্দীপ রায়, চিন্ময় গুহ, অঞ্জন দত্ত-সহ বহু গুণমুদ্ধ। রয়েছেন বিমান বসু, সুজন চক্রবর্তীরাও।
নিজস্ব প্রতিবেদন: বছরের প্রথম দিনই রাজপথে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শেষ যাত্রা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার দুপাশে অগণিত মানুষের ঢল, চোখের জলে ভিজছে শহর। মৃণাল সেনের অন্তিম যাত্রায় পা মিলিয়েছেন কবি শঙ্খ ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, নন্দিতা দাস, বিপ্লব চক্রবর্তী, সন্দীপ রায়, চিন্ময় গুহ, অঞ্জন দত্ত-সহ বহু গুণমুগ্ধ। রয়েছেন বিমান বসু, সুজন চক্রবর্তীরাও।
মঙ্গলবার দুপুর তিনটেয় পিস ওয়ার্ল্ড থেকে দেশপ্রিয় পার্কের কাছে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃণাল সেনকে। বাড়ি থেকেই তাঁকে নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আগামী ৫ জানুয়ারি মৃণাল সেনের স্মরণ সভা। প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছামতো, তাঁকে কেউ ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেননি।
রবিবার চলে যান বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। সোমবার গভীর রাতে আমেরিকা থেকে পৌঁছন তাঁর ছেলে। পরিবারের তরফে জানানো হয়েছে, আগামী ৫ জানুয়ারি গোর্কি সদনে মৃণাল সেনের স্মরণসভার আয়োজন করা হবে।