সরকারের বিরুদ্ধে বামেদের মিছিল, প্রতিবাদে সামিল কংগ্রেসও
জেলা পরিষদের ক্ষমতা কেড়ে নেওয়া, সংবাদপত্রের বিরুদ্ধে আগ্রাসন-সহ নানা অভিয়োগে বিক্ষোভ মিছিলে সামিল হল কলকাতা জেলা বামফ্রন্ট। ধর্মতলা থেকে শুরু হয়ে এদিন মিছিল শেষ হয় রামলীলা ময়দানে।
জেলা পরিষদের ক্ষমতা কেড়ে নেওয়া, সংবাদপত্রের বিরুদ্ধে আগ্রাসন-সহ নানা অভিয়োগে বিক্ষোভ মিছিলে সামিল হল কলকাতা জেলা বামফ্রন্ট। ধর্মতলা থেকে শুরু হয়ে এদিন মিছিল শেষ হয় রামলীলা ময়দানে। বাক্-স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে এ দিন পদযাত্রায় অভিয়োগ তোলেন বামনেতৃত্ব। বৃহস্পতিবারই এই অভিযোগগুলি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বামেরা।
এমনকি সরকারের পাশে নেই জোটশরিক কংগ্রেসও। সরকারি নির্দেশিকা থেকে মুক্তচিন্তা শব্দটি বাদ দেওয়ার দাবি তুলল সরকারের শরিক কংগ্রেস। কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব শুক্রবার বলেন, সংবাদপত্র নিয়ে নির্দেশিকা পুনর্বিবেচনা করা উচিত সরকারের। ছোট কাগজকে সরকারি সাহায্য করায় কোনও আপত্তি নেই কংগ্রেসের। কিন্তু তা করতে গিয়ে একশ্রেণির সংবাদমাধ্যমকে হেয় করা উচিত নয়। প্রসঙ্গত বৃহস্পতিবার এই নিয়ে প্রতিবাদ মিছিলও করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।