বেতন না পাওয়ায় আন্দোলনের পথে বাম-কংগ্রেস শ্রমিক সংগঠনগুলি
নভেম্বরের বাইশ তারিখেও অক্টোবরের বেতন পাননি বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার আঠেরো হাজার কর্মী। এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামছে বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। আগামী পঁচিশে নভেম্বর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিও নিয়েছে তারা।
নভেম্বরের বাইশ তারিখেও অক্টোবরের বেতন পাননি বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার আঠেরো হাজার কর্মী। এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামছে বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। আগামী পঁচিশে নভেম্বর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিও নিয়েছে তারা। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত বকেয়া বেতন ও পেনশন মেটানোর দাবি তোলা হবে সরকারের কাছে। মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীকে এ ব্যাপারে চিঠি পাঠাবেন শ্রমিক নেতারা। চিঠিতে জানতে চাওয়া হবে, কোন রাজনৈতিক কারণে সরকারি পরিবহণ থেকে ভর্তুকি তুলে নেওয়ার কথা বলা হচ্ছে।