পরিকল্পনা করে হাথরস যাওয়া আটকেছে উত্তরপ্রদেশ পুলিস, অভিযোগ বাম নেতাদের

বিকাশ রঞ্জন আরও জানান, ওই পরিবারের ওপরে উচ্চবর্ণের লোকের চাপ দিয়ে ধর্ষণের ঘটনা চাপা দিতে চাইছে।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Oct 11, 2020, 09:33 PM IST
পরিকল্পনা করে হাথরস যাওয়া আটকেছে উত্তরপ্রদেশ পুলিস, অভিযোগ বাম নেতাদের

নিজস্ব প্রতিবেদন: হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধ সাধল উত্তরপ্রদেশ পুলিস! এমনটাই অভিযোগ উঠল বামদের তরফে।

আরও পড়ুন-বড়সড় সিদ্ধান্ত রেলের, এইসব ট্রেনে থাকবে না নন-এসি স্লিপার কোচ

উল্লেখ্য, আজ উত্তরপ্রদেশের হাথরসে যাওয়ার কথা ছিল বিকাশ ভট্টাচার্য-সহ অন্যান্য বাম নেতাদের। কিন্তু সকাল দশটা নাগাদ উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়, নির্যাতিতার পরিবারকে আদালতের কাজের জন্য লখনউ নিয়ে যাওয়া হবে। তাই শেষপর্যন্ত হাথরস যাওয়ার কর্মসূচি বাতিল করলে বাম নেতারা।

এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আজ বাম সাংসদদের হাথরসে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে প্রশাসনের তরফে জানানো হয় ওই পরিবারকে কোর্টের কাজের জন্য লখনউ নিয়ে যাওয়া হবে। আশঙ্কা ছিলই। আমার যাতে পৌঁছাতে না পারি তার জন্যেই ওই কাজ করা হয়েছে।

আরও পড়ুন-শিখদের নিয়ে জঘন্য রাজনীতি হচ্ছে, পাগড়ি বিতর্কে রাজ্যপালকে নিশানা পার্থর

বিকাশ রঞ্জন আরও জানান, ওই পরিবারের ওপরে উচ্চবর্ণের লোকের চাপ দিয়ে ধর্ষণের ঘটনা চাপা দিতে চাইছে। আমরা পৌঁছলে ওদের অসুবিধে হতো। হাথরসের ঘটনা পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির অংশ। বিজেপি ও আরএসএস মনে করে উচ্চবর্ণের মানুষজনের নিম্নবর্ণের মেয়েদের ভোগ করার অধিকার রয়েছে। এরা মনুবাদী দর্শন বাস্তবায়নের চেষ্টা করছে। সংবিধানের মুল সূরকে আঘাত করছে।

.