বৃহস্পতিবার বন্‌ধের ডাক বামেদের, বিরোধিতায় রাজ্য সরকার

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট। আগামী ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ওই ধর্মঘট পালনের ডাক দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Updated By: Sep 16, 2012, 04:08 PM IST

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে রাজ্যজুড়ে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট। আগামী ২০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার ধর্মঘটের কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই অভিযোগ করে বিমানবাবু সাধারণ মানুষকে ধর্মঘটে সামিল হতে আহ্বান জানিয়েছেন।
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়ে আসলে বিদেশি কর্পোরেট সংস্থাগুলির স্বার্থরক্ষা করছে কেন্দ্রীয় সরকার। রবিবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে দেশের মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা বলে সমালোচনা করেছেন তিনি। এর প্রতিবাদে আগামী বিশে সেপ্টেম্বর রাজ্যজুড়ে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা।
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ওই একই দিনে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এনডিএ। কিন্তু কলকাতায় সিপিআইএম সাধারণ সম্পাদক জানান তাঁরা এই ইস্যুতে কোনওভাবেই বিজেপির সঙ্গে একযোগে আন্দোলনে সামিল হবেন না।
রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বামেদের ডাকা এই বন্‌ধদের বিরোধিতা করা হবে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি অভিয়োগ করেন বামেদের ডাকা এই বন্‌ধ অভিসন্ধিমূলক।

.