চোখে অন্ধকার দেখছেন, বুক ধড়পড় করছে মদন মিত্রের
একগুচ্ছ শারীরিক অসুস্থতার কথা চিকিত্সকদের জানালেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে উদ্বিগ্ন চিকিত্সকেরা। তাঁর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিল সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। রক্তের এক ডজন পরীক্ষা হবে পরিবহণমন্ত্রীর। তিনি আজ চিকিত্সকদের বলেন, মাঝেমাঝেই চোখে অন্ধকার দেখছেন তিনি। বুক ধড়ফড় করছে। বুকের বাঁদিকে যন্ত্রণাও হচ্ছে বলে ডাক্তারদের জানান ক্রীড়া-পরিবহণ মন্ত্রী।
![চোখে অন্ধকার দেখছেন, বুক ধড়পড় করছে মদন মিত্রের চোখে অন্ধকার দেখছেন, বুক ধড়পড় করছে মদন মিত্রের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/23/32887-dekhi.jpg)
ওয়েব ডেস্ক: একগুচ্ছ শারীরিক অসুস্থতার কথা চিকিত্সকদের জানালেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে উদ্বিগ্ন চিকিত্সকেরা। তাঁর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিল সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। রক্তের এক ডজন পরীক্ষা হবে পরিবহণমন্ত্রীর। তিনি আজ চিকিত্সকদের বলেন, মাঝেমাঝেই চোখে অন্ধকার দেখছেন তিনি। বুক ধড়ফড় করছে। বুকের বাঁদিকে যন্ত্রণাও হচ্ছে বলে ডাক্তারদের জানান ক্রীড়া-পরিবহণ মন্ত্রী।
চিকিত্সকেরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর ইউরিন কালচার, ইসিজি, টুডি ইকো ডপলার টেস্ট, ট্রেড মিল টেস্ট, হল্টার মনিটর, মস্তিষ্কের এমআরআই, ইইজি, ইলেক্ট্রোএনসেফ্যালোগ্রাম করা হবে। করোনারি অ্যানজিওগ্রাম করা হতে পারে তাঁর। কিডনি ফাংশান টেস্ট সহ দিনে দুবার ব্লাড সুগার করা হবে সারদাকাণ্ডে ধৃত মন্ত্রীর। গতকাল কারা কর্তৃপক্ষের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। মদন মিত্রের শারীরিক পরীক্ষার দৈনিক রিপোর্ট কারা কর্তৃপক্ষকে দেবে পিজি কর্তৃপক্ষ।