''সারদা জীবন তছনছ করেছে, এবার বাড়ি ফিরতে চাই'', জেলে ফিরে বললেন মরিয়া মদন
ফের সেই আলিপুর সেন্ট্রাল জেল। আবার সেই মন্দির ওয়ার্ড। SSKM হাসপাতাল থেকে সংশোধনাগারেই ফিরে গেলেন মদন মিত্র।
ওয়েব ডেস্ক: ফের সেই আলিপুর সেন্ট্রাল জেল। আবার সেই মন্দির ওয়ার্ড। SSKM হাসপাতাল থেকে সংশোধনাগারেই ফিরে গেলেন মদন মিত্র।
২৬ এপ্রিল, ২০১৬
বুকে ব্যথা। শ্বাসকষ্ট। স্ট্রেচারে শুয়ে SSKM হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। মদনের দাবি, সিবিআই এবার ছেড়ে দিক। সঙ্গে তার দাবি, সারদা জীবন তছনছ করেছে এবার বাড়ি ফিরতে চাই।
প্রসঙ্গ নারদ তদন্ত--
তদন্ত স্বাগত জানিয়ে মদন বলেন, ম্যাথু কী ভোটে দাঁড়াবেন।
'এখন প্রাক্তন'
সারদা তদন্তে গ্রেফতার হওয়ার পর আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই ছিলেন মদন মিত্র। রবিরার থেকে আপাতত সেটাই মদন মিত্রর ঠিকানা।