প্রার্থী হবেন একজনই, কর্মীদের কড়া বার্তা মমতার

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোনয়নে দলে প্রবল ক্ষোভ বিক্ষোভের আন্দাজ করে  দলীয় কর্মীদের  কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "প্রার্থী হবেন একজনই।" দলে অসন্তোষ এড়াতে দলীয় কর্মীদের ঐক্যে ওপরও জোর দেন তিনি। 

Updated By: Mar 8, 2013, 07:08 PM IST

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোনয়নে দলে প্রবল ক্ষোভ বিক্ষোভের আন্দাজ করে  দলীয় কর্মীদের  কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "প্রার্থী হবেন একজনই।" দলে অসন্তোষ এড়াতে দলীয় কর্মীদের ঐক্যে ওপরও জোর দেন তিনি। 
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই তৃণমূলকে মারবে বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এ দিন কার্যত তারই প্রতিক্রিয়া হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
পঞ্চায়েত নির্বাচনে লড়ার ক্ষেত্রে দলে ঐক্যের অভাবই  বড় বাঁধা হয়ে দাঁড়াবে। এবার তা স্বীকার করে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকে শৃঙ্খলার রাশ নিজের হাতে নিলেন। পরিস্কার জানিয়ে দিলেন, প্রার্থী হবেন একজনই। তাঁকে ঠিক করবে দল।
নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ নতুন কিছু নয়। লোকসভা, বিধানসভা নির্বাচনের আগে বারবার এই পরিস্থিতি সামাল দিতে হয়েছে দলীয় নেতৃত্বকে। এবার আর আগের ঘটনার পুনরাবৃত্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায়।
 
পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তাই নির্বাচনের আগে নারী দিবসের অনুষ্ঠান মঞ্চকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতেই কাজে লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.