অবশেষে নারী নির্যাতন রুখতে পুলিসকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নির্যাতন নিয়ে অবশেষে পুলিসকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য পুলিসকে এলাকায় টহলদারি আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।

Updated By: Feb 7, 2014, 09:57 PM IST

রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নির্যাতন নিয়ে অবশেষে পুলিসকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য পুলিসকে এলাকায় টহলদারি আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রাজ্য পুলিসের বার্ষিক পদকপ্রদান অনুষ্ঠানে এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পার্কস্টিট থেকে কাটোয়া। কামদুনি, খরজুনা বা মধ্যমগ্রাম। বারবারই নারী নির্যাতনে অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে গোটা রাজ্য। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নিশ্চুপই থেকেছেন মুখ্যমন্ত্রী। কখনও সরকারের তরফে অভিযোগই অস্বীকার করা হয়েছে। অবশেষে সেই নীরবতা ভাঙল রাজ্য পুলিসের বার্ষিক পদকপ্রদান অনুষ্ঠানে। অপরাধ রুখতে পুলিসকে তত্‍পর হওয়ার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আইনশৃঙ্খলা এবং নারী নির্যাতন রুখতে পুলিসকে বার্তা দিয়েই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। কী করে পুলিস আরও সতর্ক হতে হবে তাও বলেছেন। পুলিসের সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন এসব কথা বলছেন, তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিসকর্তা নজরুল ইসলাম। যার দায়ের করা মামলার ভিত্তিতেই রাজ্য পুলিসের ডিজি পদে জিএমপি রেড্ডির নিয়োগ অবৈধ বলে ঘোষণা করেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। সেই বিতর্ক সত্ত্বেও শুক্রবারের অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন জিএমপি রেড্ডি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিস কর্মীদের পদকও তুলে দেন তিনি।

.