প্রতিবছর মুখ্যমন্ত্রীর অফিসে ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, ঘোষণা Mamata-র

পুজোর পর স্কুল, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা মমতার (Mamata Banerjee)।

Updated By: Aug 28, 2021, 05:33 PM IST
প্রতিবছর মুখ্যমন্ত্রীর অফিসে ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, ঘোষণা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: প্রতিবছর মুখ্যমন্ত্রীর দফতরে (CMO) ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শিক্ষানবিশির পর ওই পড়ুয়াদের দেওয়া হবে শংসাপত্র। যা কাজে লাগবে চাকরিজীবনে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।          

মমতা (Mamata Banerjee) বলেন,'সিএমও-তে প্রতিবছর ৫০০ ইন্টার্ন নেব। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। তাঁদের একটা শংসাপত্র দেব। তা চাকরিজীবনে কাজে লাগবে।  প্রতিবছর ৫০০ পড়ুয়াকে সিএমও-র ডেভলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠাব।'

প্রকৃত মানুষ হওয়ার বার্তাও দিয়েছেন দলের ছাত্রসমাজকে। নিজের অভিজ্ঞতার কথা বলে বড়দিদির মতো তৃণমূল নেত্রীর (TMC Supremo) পরামর্শ, ছাত্রছাত্রীরা মনে রাখবেন টাকা পয়সা নয়, আপনাদের সম্পদ আপনারা নিজেরা। মনে রাখবেন ভালো জামাকাপড় নয়, আপনাদের সম্পদ উন্নততর মানসিকতা। নিজেকে দেখতে কেমন বাইরের আয়না দিয়ে দেখবেন না। অন্দরের আয়না দিয়ে দেখুন। আমি যখন কলেজে পড়তাম প্রথম বর্ষে জামা পরে যেতাম। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মাত্র তিনটে শাড়ি ছিল। কিন্তু কোনওদিন মনে হয়নি একই শাড়ি পরে স্কুল পড়ুয়াদের মতো কলেজে যাচ্ছি। জামাকাপড় নো ম্যাটার, অলঙ্কার নো ম্যাটার। মানি ইজ নো ম্যাটার। মনে রাখবেন মানুষই ম্যাটার।'

পুজোর পর স্কুল, কলেজ খোলার কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা (Mamata Banerjee)। এ দিনও সেটাই জানালেন। তাঁর কথায়,'ছাত্রছাত্রীদের বলব পড়াশুনো বন্ধ করবেন না। চালিয়ে যান। পুজোর পর চেষ্টা করছি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেব। এই সুযোগে মাথা উঁচু করে দাঁড়ান। আপনাদের সময় কত সুযোগ। আমাদের সময় কিছু ছিল না। খাতা-পেন কিচ্ছু না। দ্বাদশ শ্রেণিতে ট্যাব দিচ্ছি সেই কারণে। টাকার জন্য পড়াশুনো হবে না তা কী কখনও হয় নাকি! 

মহিলাদেরও রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান করলেন নেত্রী। তিনি জানান,'মেয়েদের উদ্দেশ্য পরীক্ষায় পাশ করলাম বিয়ে করলাম তা যেন না নয়! নিশ্চয়ই জীবন, যৌবন সবটাই দেখবেন। মেয়েরা ঘরের কোণে বসে থাকে না। মেয়েরা কাজ করে। মেয়েরা এগিয়ে গেলে দেশের কল্যাণ হয়। আমি চাই ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন। বিবাহিতরা সংসারও করবেন। ছাত্র পরিষদও করবেন। আমার অনেক চাই এগিয়ে আসুন। ৩৩ শতাংশ সংরক্ষণ আছে।'   

আরও পড়ুন- Mamata: অভিষেকের সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো, তোমার নেতামন্ত্রীদের গ্রেফতার করিনি

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.