Visva Bharati-তে CM-কে আমন্ত্রণ-চিঠি প্রকাশ BJP-র, 'ভাই কবে ডাকল? কখন ডাকল?: Mamata
বিশ্বভারতীতে (Visva Bharati) আমন্ত্রণ বিতর্কে সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীয় শতবর্ষের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো নিয়ে তুঙ্গে বিতর্ক। বিজেপি দাবি করছে, নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। তবে তৃণমূলের (TMC) প্রশ্ন, চিঠির প্রাপ্তিস্বীকারের নথি আছে কি? নবান্নে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''কবে ডাকল? কখন ডাকল?'
বিশ্বভারতীতে (Visva Bharati) আমন্ত্রণ বিতর্কে সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন তিনি বলেন,'ভাই কবে ডাকল? কখন ডাকল? বিজেপি যা বলবে সব আমায় শুনতে হবে! আমার তো একটা অফিস আছে। এব্যাপারে কিছু জানা নেই। উনি কাল পাঠিয়েছেন ২৮ তারিখ বোলপুরে যাব, তখন যেন সময় দিই। আমি সময় দিতে পারব না। ৩-৪টে মিটিং আছে। আজকে একজন-দুজন এসেছেন। ধর্মীয় উগ্রবাদ এসে গিয়েছে বিশ্বভারতীতে।'
পশ্চিমবঙ্গ বিজেপি টুইট করেছে,'সব জায়গায় নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর অনুষ্ঠানে উপস্থিত না হয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যকে অপমান করলেন। সোনার বাংলার সব কিছুই ভেঙে দিচ্ছেন।'
Dirty politics everywhere, @MamataOfficial?
She has insulted the legacy of Gurudev Rabindranath Tagore, by not attending the Visva-Bharati celebrations even after receiving the invitation!
She is slowly strangulating everything “Sonar Bangla” stood for! #MamataInsultsGurudev pic.twitter.com/oq66Mcd5pw
— BJP Bengal (@BJP4Bengal) December 24, 2020
কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন,'মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বারবার বিজেপিকে'বহিরাগত'বলেছেন,'TMC-র বিভিন্ন নেতারাও বলেছেন বিজেপি নাকি বাংলার সংস্কৃতি জানেনা। কিন্তু আদতে বাংলার সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে লিপ্ত খোদ মুখ্যমন্ত্রী।আজ ওনার,কবিগুরুর বিশ্বভারতীকে উপেক্ষা করা সেটারই প্রমাণ।' (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)
মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বারবার বিজেপিকে'বহিরাগত'বলেছেন,#TMCর বিভিন্ন নেতারাও বলেছেন বিজেপি নাকি বাংলার সংস্কৃতি জানেনা।কিন্তু আদতে বাংলার সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে লিপ্ত খোদ মুখ্যমন্ত্রী।আজ ওনার,কবিগুরুর বিশ্বভারতীকে উপেক্ষা করা সেটারই প্রমাণ।#MamataInsultsGurudev https://t.co/BAXkKmV1Wu
— Babul Supriyo (@SuPriyoBabul) December 24, 2020
উপাচার্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, তাও কেন থাকলেন না মমতা? ব্রাত্য বসু বলেন,'চিঠির কি প্রাপ্তিস্বীকার করা হয়েছিল? ওই চিঠির প্রাপ্তি স্বীকারের নথি আছে কি? উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন? তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,'রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে যা ঘটল তা নিন্দনীয়। অযথা রাজনীতিকে টেনে এনে পশ্চিমবঙ্গের মানহানি করলেন। তীব্র নিন্দা করছি।'
আরও পড়ুন- ভোটের আগে সিঙ্গুরে শিল্প-ঘোষণা করে Mamata বললেন, 'কৃষি গৌরব, শিল্প সম্পদ'