Mamata Banerjee, Nupur Sharma: 'এখনই নূপুর শর্মাকে গ্রেফতার করুন, আগুন নিয়ে খেলবেন না', হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিযোগ করেন, ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ঘৃণার মাধ্যমে ভেদাভেদের চেষ্টা করছে গেরুয়া শিবির।
![Mamata Banerjee, Nupur Sharma: 'এখনই নূপুর শর্মাকে গ্রেফতার করুন, আগুন নিয়ে খেলবেন না', হুঁশিয়ারি মমতার Mamata Banerjee, Nupur Sharma: 'এখনই নূপুর শর্মাকে গ্রেফতার করুন, আগুন নিয়ে খেলবেন না', হুঁশিয়ারি মমতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/04/381324-mamatanupurbjp.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন এখনও নূপুর শর্মা (Nupur Sharma) গ্রেফতার হননি? সোমবার একটি জাতীয় সাংবাদ মাধ্যমের অনুষ্ঠানে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) নেত্রী।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিযোগ করেন, ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ঘৃণার মাধ্যমে ভেদাভেদের চেষ্টা করছে গেরুয়া শিবির। এরপরই নূপুর শর্মার (Nupur Sharma) গ্রেফতারি নিয়ে সওয়াল করেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, "আগুন নিয়ে খেলা উচিত নয়"।
আরও পড়ুন: BJP, Mithun Chakraborty: "রাজনীতি নয় আমি মানুষ-নীতি করি", কামব্যাকেই হিট 'মহাগুরু'
এরপর সাম্প্রদায়িক একতার বার্তা দিয়ে মমতা বলেন, "আমদের কাছে সকলেই সমান। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন-সবাই এক।" নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে লুকআউট নোটিস জারি করেছে কলকাতা পুলিস (Kolkata Police)।