'গাইডলাইন মেনেই কালীপুজো, কোভিড বিধি মেনেই চলবে রেল'

"অনুমতি ছাড়া মিছিল করে সংক্রমণ ছড়াচ্ছে একটি দল।"

Updated By: Nov 5, 2020, 03:44 PM IST
'গাইডলাইন মেনেই কালীপুজো, কোভিড বিধি মেনেই চলবে রেল'

নিজস্ব প্রতিবেদন : গাইডলাইন মেনেই হবে কালীপুজো। এদিন সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, কোভিড বিধি মেনেই রেল চালানোর বিষয়ে পদক্ষেপ করছে রাজ্য। সাংবাধিক বৈঠকে মুখ্যমন্ত্রী তোপ দাগেন, রাজ্যে মহামারী ছড়াচ্ছে একটি রাজনৈতিক দল। পাশাপাশি, কেন্দ্রের বিরুদ্ধেও এদিন তোপ দাগেন তিনি।

একনজরে মুখ্যমন্ত্রীর কী বললেন-

## দুর্গাপুজোর মত কালীপুজো হবে নিয়ম মেনে।

## সাধারণ মানুষ অতিমারী আইন মেনেছেন।

## দুর্গাপুজোর পরেও সংক্রমণ মাত্রা ছাড়ায়নি।

## মহামারী ছড়াচ্ছে একটি দল। অনুমতি ছাড়া মিছিল করে সংক্রমণ ছড়াচ্ছে।

## দু-একটি রাজনৈতিক দল আইন ভাঙছে।

## কোভিড বিধি মেনেই রেল চালানো হবে।

## কেন্দ্র রাজ্যের নিয়মে বার বার বাধার সৃষ্টি করেছে।

## হুমকির রাজনীতি বরদাস্ত নয়।

## সরকারি এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে।

## রাজ্যের পুলিস অফিসারদের ভয় দেখানো হচ্ছে।

## নির্বাচিত সরকারকে টপকে কিছু করা যায় না।

## সাংবিধানিক দায়বদ্ধতা কেন্দ্র-রাজ্য উভয়কেই মানতে হবে।

## বহিরাগতদের চোখরাঙানি বরদাস্ত করব না।

## ভদ্রতা বজায় রাখুন।

## ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে।

##  মাটি সৃষ্টি প্রকল্পে বহু মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে।

## সড়ক নির্মাণেও বাংলা প্রথম। 

## ৯ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে।

## গ্রামীণ রাস্তায় যেন ওভারলোডেড গাড়ি যাবে না। পুলিসকে এটা নিশ্চিত করতে হবে।

##  রেশন বিনামূল্যে দিতে যেত অসুবিধা না হয়।

##  ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ।

আরও পড়ুন, রণংদেহী অধীর, 'সত্যাগ্রহ'-এর মঞ্চ থেকে দুই ফুল শিবিরকে নিশানা করে একের পর এক বোমা 

.