পর্দে কে পিছে কেয়া হ্যায়? কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্তে হুঁশিয়ারি Mamata-র

শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Jun 30, 2021, 05:13 PM IST
পর্দে কে পিছে কেয়া হ্যায়? কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্তে হুঁশিয়ারি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর নাম নেননি। তবে কাঁথি সমবায় ব্যাঙ্কের লেনদেনের তদন্ত হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতাকে আগাগোড়া নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে ইন্টারনাল অডিট হচ্ছে। ভূতেদের টাকা আছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না! তদন্ত হচ্ছে তো এই কারণে।' 

শুভেন্দু অধিকারীর নাম না করে হিসাবের নিরীক্ষণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'কাঁথি সমবায় ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে। রয়েছে আরও দু-তিনটি ব্যাঙ্ক। রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট নয়? এত ভয় কেন? পর্দে কা পিছে কেয় হ্যায়? যাতে তদন্ত না হয়! যেখানে সরকার অভিযোগ পাবে তদন্ত করবে। কাঁথি ব্যাঙ্কেও তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করছে। দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে আমরা বাধ্য।'

শুধু কাঁথিই নয় তমলুক, মেদিনীপুর এবং আরও কয়েকটি ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টে কত টাকা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'ভূতের নামে টাকা আছে দেখব না! ভূতদের তো বের করতে হবে। ভূতেদের মুখে সেজন্য তো রামনাম, হরিনাম চলছে।' রিট পিটিশনে তদন্তের গতি যাতে রোধ না হয় সেজন্য আদালতকে বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি। সেই সম্মানটা যেন অক্ষুন্ন থাকে।' 

আরও পড়ুন- Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.