রাজনৈতিক দলগুলির টাকা জমার নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক দলগুলির টাকা জমার জন্য আলাদা নিয়ম কেন? এবার সে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারে এই ঘোষণা নিয়ে টুইটারে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক : রাজনৈতিক দলগুলির টাকা জমার জন্য আলাদা নিয়ম কেন? এবার সে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারে এই ঘোষণা নিয়ে টুইটারে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
তিনি লিখেছেন, শীর্ষ সরকারি আধিকারিকরা যে রকম বিভ্রান্তিকর, ভুল পথে চালনা করার মত কথা বলছেন, তা দুর্ভাগ্যজনক।
It is most unfortunate how there are confusing and misleading statements coming from senior govt officials 1/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016
এমন সময়ে এই কথা বলা হল, তাতে মনে হচ্ছে এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে।
Even the timing of these statements show that there may be an ulterior motive 2/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016
নোট বদলের সিদ্ধান্ত যে সকলের জন্য এক, এটা তাঁরা ব্যাখ্যা করুন। সকলের জন্য এক নিয়ম হওয়া উচিত।
They need to clarify that #DeMonetisation means it is #DeMonetisation for all. Same rules for everyone 3/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016
৫০০/১০০০-এর নোট যদি বেআইনিই হয়, তাহলে রাজনৈতিক দল আর সাধারণ মানুষ আলাদা এটা তাঁরা কেন দেখানোর চেষ্টা করছেন?
If 500/1000 are illegal tender, then how are they trying to show that there is a division btwn common people & political parties? 4/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016
কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের তাঁরা গোপন বার্তা দিতে চাইছেন কি?
Is there a motive? Are they trying to give a hidden message to cadre of one political party? 5/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016
এমন বিভ্রান্তিকর ঘোষণা কেন? তাদের ব্যাখ্যা করতে হবে।
Why these confusing and misleading statements now? They must clarify 6/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2016