রাজনৈতিক দলগুলির টাকা জমার নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক দলগুলির টাকা জমার জন্য আলাদা নিয়ম কেন?  এবার সে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারে এই ঘোষণা নিয়ে টুইটারে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 17, 2016, 04:58 PM IST
রাজনৈতিক দলগুলির টাকা জমার নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : রাজনৈতিক দলগুলির টাকা জমার জন্য আলাদা নিয়ম কেন?  এবার সে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারে এই ঘোষণা নিয়ে টুইটারে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

তিনি লিখেছেন, শীর্ষ সরকারি আধিকারিকরা যে রকম বিভ্রান্তিকর, ভুল পথে চালনা করার মত কথা বলছেন, তা দুর্ভাগ্যজনক।

এমন সময়ে এই কথা বলা হল, তাতে মনে হচ্ছে এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে।

নোট বদলের সিদ্ধান্ত যে সকলের জন্য এক, এটা তাঁরা ব্যাখ্যা করুন। সকলের জন্য এক নিয়ম হওয়া উচিত।

৫০০/১০০০-এর নোট যদি বেআইনিই হয়, তাহলে রাজনৈতিক দল আর সাধারণ মানুষ আলাদা এটা তাঁরা কেন দেখানোর চেষ্টা করছেন?

কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের তাঁরা গোপন বার্তা দিতে চাইছেন কি?

এমন বিভ্রান্তিকর ঘোষণা কেন? তাদের ব্যাখ্যা করতে হবে।

 

আরও পড়ুন,পাঁপড়ভাজার মত ভেঙে যাচ্ছে ২০০০ টাকার নোট!

.