Goa: পূর্বে BJP-কে রোখার পর গেরুয়া-সূর্যাস্তের লক্ষ্যে পশ্চিমে যাত্রা Mamata-র
গত বিধানসভা ভোটে জেতার পর গোটা দেশে বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: পূর্ব পাড়ে রুখে দিয়েছেন বিজেপিকে। এবার দেশের পশ্চিম পাড়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৮ অক্টোবর তৃণমূল নেত্রীর গন্তব্য গোয়া। সে রাজ্যে ইতিমধ্যেই সংগঠন বিস্তারের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল (TMC)।
দীপাবলির আগেই গোয়ায় দলীয় কার্যালয় খুলছে তৃণমূল। ওই কার্যালয়ের উদ্বোধন করবেন মমতা (Mamata Banerjee)। সেই উপলক্ষেই ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন। ফিরবেন ১ নভেম্বর। মাঝে ২৯ ও ৩০ তারিখ তাঁর মেলা কর্মসূচি। অন্য দল থেকে নেতারা যোগ দেবেন তৃণমূলে। জনসভাও রয়েছে তাঁর। পাশাপাশি বেশ কয়েকটি বৈঠকও সারবেন।
অতিসম্প্রতি কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সদ্য প্রাক্তন কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরো। এরপর গোয়ার রাজনীতি-সহ সমাজের নানা ক্ষেত্রের ব্যক্তিরা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। সে রাজ্যে একাই ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত বিধানসভা ভোটে জেতার পর গোটা দেশে বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা। আরবসাগরের পাড়ের সৈকত-রাজ্যেও মমতার মুখেই বাজি ধরছে তৃণমূল। ইতিমধ্যেই বড় বড় ব্যানার টাঙিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। মমতাকে দেখেই তৃণমূল নিয়ে গোয়ায় আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি নেতৃত্বের। এই আবহে মমতার গোয়া-যাত্রায় তৃণমূলের সংগঠন অন্য মাত্রা পাবে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন- Mamata To Visit North Bengal: অতিবৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, সপ্তাহান্তে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী