Mamata Banerjee: জনসংযোগ যাত্রায় অভিষেক; 'গর্বের কীর্তি, আরও হবে', ট্যুইট মমতার..
মালদহে গিয়ে 'নবজোয়ার' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইংরেজবাজারে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: তৃণমূলের 'নবজোয়ার'। 'রাজ্যজুড়ে মানুষের মন জয় করতে ২ হাজার কিমি-রও বেশি পথ পার করে ফেলল অভিষেক। গর্বের কীর্তি'! ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
শিয়রে পঞ্চায়েত ভোট। কাকে প্রার্থী চান? গোপন ব্য়ালটে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষ। কাকদ্বীপ থেকে কোচবিহার। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, তৃণমূলে 'নবজোয়ার'।
আরও পড়ুন: Abhishek Banerjee: ফের অস্বস্তিতে অভিষেক, কুন্তলের চিঠি মামলায় কী জানালেন বিচারপতি অমৃতা সিনহা?
উত্তরবঙ্গে 'নবজোয়ার' কর্মসূচি শেষ। মুর্শিদাবাদ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকেছেন অভিষেক। বীরভূম ছেড়ে যেদিন পূর্ব বর্ধমানের দিকে পা বাড়ালেন তিনি, সেদিন 'জনসংযোগ যাত্রা' টুইট করলেন স্বয়ং তৃণমূলনেত্রী। পাল্টা ট্যুইট করে 'দিদি'-কে ধন্য়বাদ জানালেন অভিষেক।
A proud feat, and more to come!
Traversing the state and winning hearts, Jono Sanjog Yatra, led by @abhishekaitc completed 2,000+ Km yesterday. My heartiest congratulations and best wishes to him.
As we celebrate the momentous milestone achieved with people's blessings and…
— Mamata Banerjee (@MamataOfficial) May 12, 2023
Thank you Didi. Your blessings and words of encouragement will serve as a source of inspiration for me and the entire team.
Will dedicate myself completely in disseminating your message to everyone & endeavor to touch the lives of every individual through #TrinamooleNaboJowar https://t.co/rQ13tH6JVn
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 202
এর আগে, মালদহে গিয়ে 'নবজোয়ার' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইংরেজবাজারে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। সেদিন তিনি বলেছিলেন, 'একটানা ২ মাসের কর্মসূচি নিতে ওকে বারণ করেছিলাম। বলেছিলাম, কয়েকদিন ছাড়া ছাড়া করতে। কিন্তু এখানকার ছেলে জেদ বেশি, শুনল না'।