প্রথম বিদেশ সফরের আগেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় সিঙ্গাপুর

রাজ্যে বিনিয়োগ টানতে এবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি আনতে সিঙ্গাপুরের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিল্পপতিরা।

Updated By: Jul 11, 2014, 11:28 PM IST

রাজ্যে বিনিয়োগ টানতে এবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি আনতে সিঙ্গাপুরের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিল্পপতিরা।

ক্ষমতায় এসেই রাজ্যে বিনিয়োগ টানার উপরেই জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বণিকমহলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। রাজ্যের জমি সমস্যার সমাধানে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছেন। রাজ্যের শিল্পপতিদের আস্থা অর্জনের পর বিনিয়োগের বার্তা নিয়ে আরব সাগরের তীরে বাণিজ্য রাজধানী মুম্বইয়ে শিল্প সম্মলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য,দেশের গণ্ডি পেরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম লগ্নি টানতে বিদেশে পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীর আমন্ত্রণ মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

শিল্প-বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন সিআইআইয়ের সভাপতি। লুক ইস্ট পলিসির জেরে বিনিয়োগ মানচিত্রে পশ্চিমবঙ্গের গুরুত্ব বেড়েছে। বাজেট বক্তৃতায় অমিত মিত্র জানিয়েছিলেন গত তিন বছরে আশি হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে রাজ্যে। সিঙ্গাপুরের সঙ্গে বিনিয়োগ সুতোয় রাজ্য বাঁধা পড়লে লগ্নি আসতে পারে বেশকয়েকটি ক্ষেত্রে।

.