রাজ্যে নারী নির্যাতন রুখতে অধীরকে চিঠি দিলেন মমতা
রাজ্যে নারী নির্যাতন রুখতে হস্তক্ষেপ করুন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই মর্মে অধীর চৌধুরীকে চিঠি দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা। চিঠিতে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে।
রাজ্যে নারী নির্যাতন রুখতে হস্তক্ষেপ করুন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই মর্মে অধীর চৌধুরীকে চিঠি দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা। চিঠিতে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে।
লাভপুরে আদিবাসী তরুণীর গণধর্ষণের পর নিজে ছুটে এসেছিলেন পশ্চিমবঙ্গে। গিয়েছিলেন বীরভূমের সেই গ্রামে। কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে।
দিল্লি ফেরার আগে, পশ্চিমবঙ্গে নারী নির্যাতন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা।
এবার পশ্চিমবঙ্গে নারী নির্যাতন রুখতে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর হস্তক্ষেপ চাইলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।অধীর চৌধুরীকে চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে ধর্ষণ ও মহিলাদের ওপর অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের ঢিলেমির কারণেই বাড়ছে এই ধরনের অপরাধ।
মুখ্যমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনাও রয়েছে চিঠিতে। তাঁর দাবি, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারের দুর্নাম করতে সাজানো ঘটনা। কিন্তু, ঘটনা ছিল সত্যি। সরকার নারী নির্যাতন ঠেকাতে ব্যর্থ। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে, নারীদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়া উচিত। কিন্তু, ঘটনা ধামাচাপা দিতেই ব্যস্ত সরকার।
কিন্তু, রাজ্যে নারী নিগ্রহ রুখতে কেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দ্বারস্থ হলেন মমতা শর্মা? তিনি লিখেছেন, আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাই ওই রাজ্যে মহিলার সমস্যাগুলি ভাল জানেন। রাজ্যের মহিলাদের সুবিচার দিতে তাই আপনাকে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি।
নারী নিগ্রহ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে জাতীয় মহিলা কমিশনের এই চিঠি, নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।