কাঁচা বাজার অগ্নিমূল্য! দাম নিয়ন্ত্রণে অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

সমস্ত কাঁচা সবজির অস্বাভাবিক দাম বেড়েছে। ফলে মাথায় হাত মধ্যবিত্তের। 

Updated By: Jun 2, 2021, 09:49 AM IST
কাঁচা বাজার অগ্নিমূল্য! দাম নিয়ন্ত্রণে অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

নিজস্ব প্রতিবেদন: ইয়াস ও করোনার প্রভাবে রাজ্যে বিধিনিষেধ জারি। তার ফলেই পাইকারি ও খুচরো বাজারে আগুন। সমস্ত কাঁচা সবজির অস্বাভাবিক দাম বেড়েছে। ফলে মাথায় হাত মধ্যবিত্তের। এবারে বাজার দর স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য। বুধবার সে কারণেই অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

প্রসঙ্গত, শিয়ালদা কোলে মার্কেট থেকে কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজ থেকে শাকসবজি সব কিছুরই দাম বেড়েছে। ১০  টাকা থেকে বেড়ে ২০  টাকা কেজি হয়েছে পটল। পেঁয়াজ ২০-২৪ থেকে বেড়ে ২৮-৩০ টাকা কেজি।  কেজি প্রতি বেগুনের দাম বেড়ে হয়েছে ৩৬ টাকা। ব্যাবসায়ীরা বলছেন, ঝড়ের দাপটে সমস্ত শাকসবজির দাম ১০  থেকে ১৫ টাকা বেড়ে গিয়েছে।

 আরও পড়ুন, এখনও নোনা জলে ডুবে কুলতলির বহু এলাকা, পাম্প করতে গেলেও বাধা জোয়ার

এদিন মানিকতলা বাজারে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। সেখানে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন অবস্থা। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মতে, করোনার ফলে দক্ষিণ থেকে সাপ্লাই কমেছে পেঁয়াজের। ফলে ঊর্দ্ধমুখী দাম। তাদের আরও বক্তব্য পাইকারি বাজারে দাম বেড়েছে বলেই খুচরো বাজার অগ্নিমূল্য। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করা হচ্ছে। 

.