মশা মারতে কামান দাগা হল পাতালপুরে

Updated By: Nov 2, 2017, 08:19 PM IST
মশা মারতে কামান দাগা হল পাতালপুরে

নিজস্ব প্রতিবেদন: অবশেষে ঘুম ভাঙল। মশা মারতে কামান দাগল মেট্রো রেল। বুধবার রাতভর মেট্রো স্টেশন ও সুড়ঙ্গে মশা মারার ওষুধ স্প্রে করেন মেট্রোর কর্মীরা। রবীন্দ্রসদন থেকে শুরু করে মেট্রোর প্রতিটি স্টেশন ও সুড়ঙ্গ পথে চলে মশানিধন অভিযান।  

দিনভর মেট্রোয় যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। তবে মেট্রো কর্মীদের তত্পরতায় সব সময় টিপটপ থাকে পাতালপুরের প্ল্যাটফর্মগুলি। গোল বাঁধে সুড়ঙ্গে। এসি রেক থেকে সুড়ঙ্গে জল পড়ে। কখনো দেওয়াল চুঁইয়ে ঢোকে জল। সেই জমা জল মশার আঁতুড়ঘরে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সুড়ঙ্গপথে মশার বাড়বাড়ন্ত রুখতে তাই একেবারে কামান নিয়ে অভিযান। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''শুধু স্টেশন ও সুড়ঙ্গেই নয়, কারশেডেও মশা মারার অভিযান চালানো হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর মশা নিধনের ওষুধ স্প্রে করে মেট্রো।'' 
  
শহরজুড়ে বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজ চলছে। সেখানে জমা জলে মশার বংশবৃদ্ধি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, জল জমতে দেওয়া হয় না। তাছাড়া নিয়মিত কীটনাশক স্প্রে করা হয়। আগামিদিনেও করা হবে। 
  
আরও পড়ুন, ডেঙ্গি নিয়ে বিরোধীদের আক্রমণ ঠেকাতে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক শোভনের

.