Kolkata Metro: চলতি মাসে পরপর দুই রবিবার বন্ধ থাকবে মেট্রো!
Kolkata Metro: মেট্রোর তরফে জানানো হয়েছে, সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে। ইন্টারলকিংয়ের কাজ চলবে সম্পূর্ণ লাইনে। সেকারণে রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।
অয়ন ঘোষাল: আগামী ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি। পর পর দুই রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলবে না। এমনিতে রবিবার দুপুর ২টোর পর থেকে ওই রুটে মেট্রো চলাচল শুরু হয়। ওই দুই রবিবার তা-ও চলবে না।
আরও পড়ুন: Bus Meeting: মারণগতিতে চালাচ্ছেন বাস? ওভারটেক করছেন? সাবধান, আপনি কিন্তু অ্যাপের নজরে...
ঘটনাটি ঠিক কী? গ্রিন লাইন ১-এ এখন সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। ওই রুটেই এবার যুক্ত হবে হাওড়া। আর গ্রিন লাইন ২-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। মেট্রোর তরফে জানানো হয়েছে, সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে। ইন্টারলকিংয়ের কাজ চলবে সম্পূর্ণ লাইনে। সেকারণে রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।
এদিকে শহরের বিভিন্ন প্রান্তে যখন সম্প্রসারিত হচ্ছে মেট্রো, তখন মোটরম্যান বা চালক নিয়োগ বন্ধ। ফলে কলকাতায় মেট্রো বেনজির চালক-সংকট। পরিস্থিতি এমনই যে, রিলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মীরা। জি ২৪ ঘণ্টার খবরের জেরে অবশেষে কর্তৃপক্ষ। আলোচনা বসতে চেয়ে চিঠি পাঠানো হল কর্মী ইউনিয়নকে। রিলে অনশন প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: Shantanu Sen: 'আমাকে যদি দেখিয়ে দেওয়া হত আমি দলবিরোধী কাজ করেছি, ক্ষমা চেয়ে নিতাম'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)