কলকাতা শহরের বুকে দুষ্কৃতী তাণ্ডব, রাতভোর বোমাবাজি

জামিন পেয়েই স্বমূর্তিতে অভিযুক্ত। প্রতিবাদীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটল মেটিয়াবুরুজ থানার লিচুবাগান এলাকায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Updated By: Sep 18, 2016, 08:55 AM IST
কলকাতা শহরের বুকে দুষ্কৃতী তাণ্ডব, রাতভোর বোমাবাজি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জামিন পেয়েই স্বমূর্তিতে অভিযুক্ত। প্রতিবাদীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটল মেটিয়াবুরুজ থানার লিচুবাগান এলাকায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন- গোলপার্কের মোড়ে হঠাত্ ধস

বিদ্যুত্‍ চুরির প্রতিবাদ করায় গত ২৯-এ জুলাই মেটিয়াবুরুজে খুন হন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি।  সেই ঘটনায় গ্রেফতার করা হয় শেখ আলমকে। দু'দিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন আলম। তার পরেই তার বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুললেন নিহত প্রতিবাদীর পরিবাদের সদস্যরা। অভিযোগ গত রাতে তাদের বাড়িকে টার্গেট করে হামলা চলে। উপায় না দেখে ডিসি পোর্টকে ফোন করেন নিহত প্রতিবাদীর স্ত্রী। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

.