WB Byelections: উপনির্বাচনে এবার তৃণমূলের হয়ে প্রচারে ৩ প্রধানের কর্তারা!
WB Byelections: বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভাকেন্দ্রে উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর। ৬ কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এবার প্রার্থী সনত্ দে। ভোটের মুখে সেই সনতেরই প্রশংসা করলেন মোহনবাগান শীর্ষকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার আর মহামেডানের মহম্মদ কামারুদ্দিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফুটবলের ময়দান থেকে এবার রাজনীতি আঙ্গিনায়! উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তারা। বাদ গেলেন না IFA সচিবও। কমিশনের দ্বারস্থ বিজেপি।
আরও পড়ুন: Sandip Ghosh: 'বাতের সমস্যা আছে', জেলে ম্যাট্রেস দেওয়ার আবেদন সন্দীপের!
ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভাকেন্দ্রে উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর। ৬ কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এবার প্রার্থী সনত্ দে। ভোটের মুখে সেই সনতেরই প্রশংসা করলেন মোহনবাগান শীর্ষকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার আর মহামেডানের মহম্মদ কামারুদ্দিন। সঙ্গে IFA সচিব অনির্বাণ দত্ত।
Our MLA Candidate, Shri Sanat Dey's love for football is known to everyone in Naihati.
Be it Mohun Bagan, East Bengal or Mohammedan Sporting Club, his immense contribution towards maintaining a healthy sporting culture in Naihati is appreciated by them all! pic.twitter.com/F0A5nAip3M
— All India Trinamool Congress (@AITCofficial) November 4, 2024
এদিকে এই ভিডিয়ো তৃণমূল এক্স হ্যান্ডেলে প্রকাশিত হওয়ার পর, সরব বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'লিখিত অভিযোগ করেছি। IFA-র পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের পার্টি পক্ষ থেকে ইলেকশন কমিশনে শিশির বাজোরিয়া অভিযোগ করেছেন। IFA অটোনমাস নয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে'।
মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তাদের 'বিনা বাক্যব্যয়ে' পদত্যাগের দাবি তুলেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে,' আপনারা পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের কলঙ্ক। তৃণমূলের পক্ষে দালালি করতে হলে ক্লাব ছেড়ে রাস্তায় চলে যান'।
তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, 'যাঁর সঙ্গে ময়দানের সম্পর্ক আছে, খেলার সম্পর্ক আছে। তাঁদের জন্য যদি তিন প্রধান কোনও একটা সিদ্ধোন্ত নেন। তার সঙ্গে অন্য জিনিস মেলানোর কী কারণ আছে! তারা তো স্পষ্টভাবে সেই যুক্তি দিয়ে জানিয়েছে। খেলার ও ময়দানের সঙ্গে সম্পর্ক আছে বলেই তাঁরা তাঁর সমর্থনে প্রচার করবেন। এটার সঙ্গে অন্য বিভ্রান্তির কোনও অবকাশ নেই'।
আরও পড়ুন: RG Kar Incident: আদালতে কখনও বলেনি, প্রিজন ভ্যানে উঠে বোমা ফাটাল সঞ্জয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)