ভোটের দামামা বাজার আগেই রাজ্যে আরও ২ কোম্পানি আধাসেনা

আরও ২ কোম্পানি আধাসেনা আসায়, রাজ্যে মোতায়েন আধাসেনা কোম্পানির সংখ্যা বেড়ে হবে ৩৯।

Updated By: Jan 1, 2021, 04:13 PM IST
ভোটের দামামা বাজার আগেই রাজ্যে আরও ২ কোম্পানি আধাসেনা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে আসছে আরও ২ কোম্পানি আধাসেনা। কলকাতার নিউটাউনে সিআরপিএফ হেডকোয়ার্টার ক্যাম্পে আসছে আরও ২ কোম্পানি সিআরপিএফ। রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। সেই পরিস্থিতিতে রাজ্যে আরও ২ কোম্পানি আধাসেনার মোতায়েন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

ভোটের আগে রাজ্যে ভিআইপি ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। বেড়েছে রাজনৈতিক কর্মসূচি। তাঁদের নিরাপত্তায় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্যই এই রাজ্যে অতিরিক্ত আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে আগে থেকেই ৩৭ কোম্পানি আধাসেনা মজুত ছিল। এখন আরও ২ কোম্পানি আধাসেনা আসায়, রাজ্যে মোতায়েন আধাসেনা কোম্পানির সংখ্যা বেড়ে হবে ৩৯। এখন প্রতি কোম্পানিতে ১৩৫ জন করে জওয়ান থাকেন। 

উল্লেখ্য, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরের সময় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে রাজ্য বিজেপি। এই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও লেখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সেইসময়ই ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে হামলার মুখে পড়েছিল নাড্ডার কনভয়।

আরও পড়ুন, আজই রাস্তা ফেরত জেলাশাসক ও পুলিস সুপারেরে, এদিকে নয়া বিতর্কে বিশ্বভারতী

.