মর্যাদার সঙ্গে শহরে পালিত মহরম
যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ শহরে পালিত হল মহরম। কারবালা প্রান্তের সেই যুদ্ধের স্মরণে শোক যাত্রা বের হয় কলকাতার রাজপথে। কলকাতার মূল শোক যাত্রাটি নাখোদা মসজিদ থেকে শুরু হয়। লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট শিয়ালদা হয়ে বেলেঘাটার কারবালা মাঠে যাত্রা শেষ হয়। এই দিনে কালো পোশাক পড়ে হাসান- হুসেনকে স্মরণ করেন শোক বিহ্বল মানুষ। লাঠি, নকল তলোয়ার নিয়ে চলে নকল যুদ্ধের খেলা।
যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ শহরে পালিত হল মহরম। কারবালা প্রান্তের সেই যুদ্ধের স্মরণে শোক যাত্রা বের হয় কলকাতার রাজপথে। কলকাতার মূল শোক যাত্রাটি নাখোদা মসজিদ থেকে শুরু হয়। লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট শিয়ালদা হয়ে বেলেঘাটার কারবালা মাঠে যাত্রা শেষ হয়। এই দিনে কালো পোশাক পড়ে হাসান- হুসেনকে স্মরণ করেন শোক বিহ্বল মানুষ। লাঠি, নকল তলোয়ার নিয়ে চলে নকল যুদ্ধের খেলা।
প্রতিবারের মতো এবছরও অসংখ্য মানুষ এই শোক যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সকাল থেকেই শোক যাত্রা দেখতে পথের দু ধারে জমায়েত হয়েছিলেন নানা বয়সী মানুষ। মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। কলকাতা পুলিশের কর্তারা হাজির ছিলেন মিছিলের শুরুতে। ছিল বিরাট পুলিস বাহিনীও।