নির্মীয়মাণ বহুতল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তিলজলায়

নির্মীয়মাণ বহুতল থেকে  যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল তিলজলায়। মৃত কেভিন ডিসুজা পিকনিক গার্ডেনের বাসিন্দা।  মাদকাসক্ত থাকায় তিন মাস ধরে রিহ্যাবে ছিলেন ওই যুবক। খুনের পিছনে মাদক চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর ঊনত্রিশের যুবক কেভিন ডিসুজা। শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পার্কস্ট্রিট যাচ্ছেন বলে বাড়িতে বলে বের হনকেভিন। এরপর শেষবার তাঁর সঙ্গে কথা হয় রাত সাড়ে আটটায়। রবিবার সকালে বাড়িতে ফোন করে পুলিস জানায় তিলজলার সিএন রায় রোডের একটি নির্মীয়মাণ বহুতলে মিলেছে কেভিনের দেহ। মাদকাসক্ত থাকায় গত ছমাস ধরে রিহ্যাবে ছিলেন কেভিন। সম্প্রতি কিছুদিনের জন্য বাড়িতে ফেরেন। তিলজলা থানার পুলিসের সঙ্গে রবিবার ঘটনাস্থলে যান হোমিসাইড বিভাগের আধিকারিকরাও। যায় ডগ স্কোয়াড। পুলিসের প্রাথমিক অনুমান,বেশ কয়েকজন মিলে শ্বাসরোধ করেই খুন করেছে কেভিনকে।

Updated By: Dec 27, 2015, 10:21 PM IST
 নির্মীয়মাণ বহুতল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তিলজলায়

ওয়েব ডেস্ক: নির্মীয়মাণ বহুতল থেকে  যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল তিলজলায়। মৃত কেভিন ডিসুজা পিকনিক গার্ডেনের বাসিন্দা।  মাদকাসক্ত থাকায় তিন মাস ধরে রিহ্যাবে ছিলেন ওই যুবক। খুনের পিছনে মাদক চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর ঊনত্রিশের যুবক কেভিন ডিসুজা। শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পার্কস্ট্রিট যাচ্ছেন বলে বাড়িতে বলে বের হনকেভিন। এরপর শেষবার তাঁর সঙ্গে কথা হয় রাত সাড়ে আটটায়। রবিবার সকালে বাড়িতে ফোন করে পুলিস জানায় তিলজলার সিএন রায় রোডের একটি নির্মীয়মাণ বহুতলে মিলেছে কেভিনের দেহ। মাদকাসক্ত থাকায় গত ছমাস ধরে রিহ্যাবে ছিলেন কেভিন। সম্প্রতি কিছুদিনের জন্য বাড়িতে ফেরেন। তিলজলা থানার পুলিসের সঙ্গে রবিবার ঘটনাস্থলে যান হোমিসাইড বিভাগের আধিকারিকরাও। যায় ডগ স্কোয়াড। পুলিসের প্রাথমিক অনুমান,বেশ কয়েকজন মিলে শ্বাসরোধ করেই খুন করেছে কেভিনকে।

 

.