নারকেলডাঙায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল দুই
নারকেলডাঙায় প্রোমোটিং ঘিরে দুষ্কৃতীতাণ্ডব, গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল দুই অভিযুক্ত। আরশাদ ও আখিল নামে ওই দুজনকে মধ্য কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাদের ধরতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিসের গুণ্ডাদমন শাখা এবং নারকেলডাঙা থানার পুলিস। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত টাকলা আলম এখনও ফেরার। গতকাল দিনেদুপুরে কুখ্যাত দুষ্কৃতী টাকলা আলম ও তার শাগরেদদের দৌরাত্ম্যে গুলিবিদ্ধ হয় কামারুদ্দিন নামে এক যুবক। অভিযোগ, নারকেলডাঙা নর্থ রোডে একটি নির্মীয়মাণ বহুতলের প্রোমোটিংয়ের দখল নিয়ে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল। গায়ের জোরে এর দখল নেওয়ার চেষ্টায় ছিল টাকলা আলম। এর জেরেই কালও গণ্ডগোল হয়।
ওয়েব ডেস্ক: নারকেলডাঙায় প্রোমোটিং ঘিরে দুষ্কৃতীতাণ্ডব, গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল দুই অভিযুক্ত। আরশাদ ও আখিল নামে ওই দুজনকে মধ্য কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাদের ধরতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিসের গুণ্ডাদমন শাখা এবং নারকেলডাঙা থানার পুলিস। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত টাকলা আলম এখনও ফেরার। গতকাল দিনেদুপুরে কুখ্যাত দুষ্কৃতী টাকলা আলম ও তার শাগরেদদের দৌরাত্ম্যে গুলিবিদ্ধ হয় কামারুদ্দিন নামে এক যুবক। অভিযোগ, নারকেলডাঙা নর্থ রোডে একটি নির্মীয়মাণ বহুতলের প্রোমোটিংয়ের দখল নিয়ে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল। গায়ের জোরে এর দখল নেওয়ার চেষ্টায় ছিল টাকলা আলম। এর জেরেই কালও গণ্ডগোল হয়।