Covid Vaccine কম পাচ্ছেন মেয়েরা, মুখ্যসচিবকে চিঠি উদ্বিগ্ন মহিলা কমিশনের
বলা হয়েছে, কোউইন অ্যাপের তথ্যে দেখা গিয়েছে যে মহিলারা কম ভ্যাকসিন পাচ্ছেন। যা চিন্তার বিষয় হিসেবেই দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: টিকাকরণেও লিঙ্গ বৈষম্যর বিষয়টি প্রকাশ্যে এল সংবাদ মাধ্যমে। মহিলাদের কম ভ্যাকসিন দেওয়ার তথ্য জানতে পেরে উদ্বিগ্ন কমিশন। অবিলম্বে সেই বৈষম্য মেটাতে অনুরোধ করে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন।
বলা হয়েছে, কোউইন অ্যাপের তথ্যে দেখা গিয়েছে যে মহিলারা কম ভ্যাকসিন পাচ্ছেন। যা চিন্তার বিষয় হিসেবেই দেখা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি দিয়েছেন এই বিষয়ে। অবিলম্বে টিকা বৈষম্য মেটানোর দাবি করেছেন তিনি।
কোউইনের ড্যাশবোর্ড থেকে জানা গিয়েছে, এখনও টিকা পেয়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৪৮ হাজার ৫৯৬ জন পুরুষ। আর ১ কোটি ৫৭ লক্ষ ৬৯ হাজার ৫৩২ জন মহিলারা টিকা পেয়েছে বাংলায়। সেই বিষয়টিকে উদ্বেগের বলে জানিয়েছে কমিশন।
টিকা নেওয়ার ক্ষেত্রে নারীরা যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে টিকা অভিযান শুরু করতে বলেছে জাতীয় মহিলা কমিশন।
আরও পড়ুন- মুচিপাড়ায় ঘরের দরজা ভেঙে BJP নেতা সজল ঘোষকে গ্রেফতার করল পুলিস