Netaji Nagar: নেতাজি নগরে নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার, প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ মৃতের ছেলের
প্রাথমিকভাবে মৃতের ছেলে দাবি করে যে পাশের বাড়ির প্রতিবেশিদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তাদের দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন ছেলে। তিনি দাব করেন বাড়ির ছাদ থেকেই তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই বৃদ্ধ কে। এই ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে। যদিও এই হোটা ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির পাশের পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। বছর ৭০ এর বিপ্লব কুমার পাল, নেতাজীনগর থানার অন্তর্গত শ্রী কলোনীর বাসিন্দা। গত ১৩ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মৃতের ছেলে পলাশ পাল বাড়ির সামনে সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখেছেন। কিন্তু তারপরেও কোনোও হদিস পাওয়া যায় নি বলেই জানা যায়।
এলাকার নিখোঁজ হওয়ার পোস্টারও দেওয়া হয়। প্রায় ১০ দিন পর শনিবার সন্ধ্যার পর থেকে বিপ্লব কুমারের বাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত দোকান থেকে গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। এরপর নেতাজীনগর থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে পরিবারের লোকের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। খুন নাকি অন্য কোনোও কারণ সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
প্রাথমিকভাবে মৃতের ছেলে দাবি করে যে পাশের বাড়ির প্রতিবেশিদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তাদের দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন ছেলে। তিনি দাব করেন বাড়ির ছাদ থেকেই তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই বৃদ্ধ কে। এই ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে। যদিও এই হোটা ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Malda: সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন! মালদহের ঘটনা নিয়ে অসংবেদনশীল ট্যুইট সেলিমের
যে ঘরে ওই বৃদ্ধ থাকতেন তাঁর সঙ্গেই লাগোয়া ছাদ। সেই ছাদ থেকে সহজেই পাশের ছাদে যাওয়া সম্ভব বলে দেখা গিয়েছে। এই পাশের বাড়ির পিছন দিক থেকেই দেহ উদ্ধার করা হয়। দেহ যেভাবে পরে ছিল তাতে পুলিসের প্রাথমিক অনুমান খুন হতে পারেন ওই বৃদ্ধ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই বোঝা যাবে কী হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে ১৪ তারিখ নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। এরপরে ২২ তারিখ অপহরণের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় মামলা দায়ের হয়।
ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের গোয়েন্দারা।