ফের অশান্ত ঢাকুরিয়া এএমআরআই
ফের উত্তপ্ত হয়ে উঠল ঢাকুরিয়া আমরি হাসপাতাল চত্বর। অগ্নিদগ্ধ আমরি থেকে একটি গাড়িকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। সন্ধেবেলা একটি পণ্যবাহী গাড়ি হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাস্তা আটকে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা।
ফের উত্তপ্ত হয়ে উঠল ঢাকুরিয়া আমরি হাসপাতাল চত্বর। অগ্নিদগ্ধ আমরি থেকে একটি গাড়িকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত।
সন্ধেবেলা একটি পণ্যবাহী গাড়ি হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাস্তা আটকে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই গাড়ি করে অগ্নিকাণ্ডে হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই গাড়িতে বর্জ্য পদার্থ রয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিসের কাছে গাড়ির দরজা খুলে পরীক্ষা করার দাবি জানান। পুলিস পরীক্ষা করতে অস্বীকার করলে স্থানীয় বাসিন্দারা ইট ছুঁড়তে শুরু করেন। পরিস্থিতি সামলাতে লাঠি নিয়ে তেড়ে যায় পুলিস। পরে গাড়ি খুলে দেখা যায় ভিতরে রয়েছে বেশ কয়েকটি প্যাকেট। এরপরই হাসপাতালের ভিতরে যাওয়ার দাবি জানাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় বিশাল পুলিসবাহিনী। ইটের আঘাতচে আহত হয়েছেন এক পুলিসকর্মী। তাঁর মুখে আঘাত লেগেছে।