কলকাতা পুলিসের নতুন নগরপাল হলেন রাজীব কুমার
ভোটের আগে একঝাঁক প্রশাসনিক রদবদল। কলকাতা পুলিসের নতুন নগরপাল হলেন রাজীব কুমার। বর্তমান নগরপাল সুরজিত কর পুরকায়স্থের পদোন্নতি হয়েছে ডিজি পদে। পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষেক আনা হয়েছে মাও বিরোধী অভিযানের ওএসডি পদে। কলকাতা পুলিসের নতুন নগরপাল হলেন রাজীব কুমার।
ওয়েব ডেস্ক: ভোটের আগে একঝাঁক প্রশাসনিক রদবদল। কলকাতা পুলিসের নতুন নগরপাল হলেন রাজীব কুমার। বর্তমান নগরপাল সুরজিত কর পুরকায়স্থের পদোন্নতি হয়েছে ডিজি পদে। পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষেক আনা হয়েছে মাও বিরোধী অভিযানের ওএসডি পদে। কলকাতা পুলিসের নতুন নগরপাল হলেন রাজীব কুমার।
রাজীব কুমারের কেরিয়ার গ্রাফ
#বীরভূমের এসপি
#কলকাতা পুলিসের ডিসি সেন্ট্রাল ডিআইজি সিআইডি
#এসটিএফ প্রধান
#বিধাননগর কমিশনার
#সিআইডি প্রধানের দায়িত্ব সামলেছেন
সাফল্য:
মাওবাদীদের বিরুদ্ধে অভিযান কিষেণজীর হত্যা, ছত্রধর মাহাতো গ্রেফতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আইপিএস অফিসারের
বিতর্ক:
সারদা চিটফান্ড মামলাতে রাজীব কুমারকে নিয়ে বিতর্কের অভিযোগ উঠেছে।
অভিযোগ, সারদা কাণ্ডে বিধাননগরের কমিশনার হিসাবে শাসকদলের সহায়তা করার জন্য বহু গুরুত্বপূর্ণ তথ্য লোপাটের অভিযোগ রয়েছে করেছেন।
এবার একনজরে দেখে নিন পরিবর্তনগুলি:
পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষ বদলি হয়ে এলেন মাও বিরোধী অভিযানের ওএসডি পদে। পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের এসপি হলেন বন্দনা চন্দ্রশেখর। দিলীপ গোয়েল আইজি সিআইডি পদ থেকে তিনি কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার অ্যাক্ট পদে এলেন। বর্তমান নগরপাল সুরজিত কর পুরকায়স্থের পদন্নতি হয়েছে ডিজি পদে। তাঁর ডিজি অপরাধ পদে যোগদানের সম্ভাবনা রয়েছে।