হেস্টিংস উড়ালপুলের নিচে যুবক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিস

হেস্টিংস উড়ালপুলের নিচে যুবক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিস।  এজেসি রোড রোড- খিদিরপুরের দিকের CCTV-র ফুটেজে মোট ১৬ টি গাড়ির ছবি ধরা পড়েছে। যার মধ্যে একটি গাড়ি চিহ্নিত করা হয়েছে। যে গাড়িটি খুনের ঘটনায় জড়িত বলে অনুমান পুলিসের।

Updated By: Aug 18, 2016, 05:26 PM IST
হেস্টিংস উড়ালপুলের নিচে যুবক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিস
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: হেস্টিংস উড়ালপুলের নিচে যুবক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিস।  এজেসি রোড রোড- খিদিরপুরের দিকের CCTV-র ফুটেজে মোট ১৬ টি গাড়ির ছবি ধরা পড়েছে। যার মধ্যে একটি গাড়ি চিহ্নিত করা হয়েছে। যে গাড়িটি খুনের ঘটনায় জড়িত বলে অনুমান পুলিসের।

আরও পড়ুন- তরুণীকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের

পুলিস সূত্রে খবর সম্ভবত, ২ দুষ্কৃতী দলের গোলমালের জেরেই ওই যুবক খুন হয়েছেন। এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর হাতের ট্যাটু থেকে পরিচয় জানার চেষ্টা চলছে। ট্যাটুতে লেখা রয়েছে রানা। ট্যাটুর সূত্র কতটা নির্ভরযোগ্যা? আর এতেই দানা বেঁধেছে রহস্য।

.