নববর্ষের গানে হল ভোট প্রচার

নতুন বছরের প্রথম দিনটায় ভোট প্রচারেও লাগল নতুন রঙ। কেউ গান গেয়ে, কেউ ভোটারদের হাতে গোলাপ তুলে দিয়ে পৌছে দিলেন দলের বার্তা। কেউ বা বিলি করেছেন নিজের ছবি দেওয়া বাংলা ক্যালেন্ডার। এসব নিয়েই জমে উঠেছে পয়লা প্রচার।

Updated By: Apr 15, 2014, 08:50 PM IST

নতুন বছরের প্রথম দিনটায় ভোট প্রচারেও লাগল নতুন রঙ। কেউ গান গেয়ে, কেউ ভোটারদের হাতে গোলাপ তুলে দিয়ে পৌছে দিলেন দলের বার্তা। কেউ বা বিলি করেছেন নিজের ছবি দেওয়া বাংলা ক্যালেন্ডার। এসব নিয়েই জমে উঠেছে পয়লা প্রচার।

দুয়ারের কড়া নাড়ছে ভোট। প্রার্থীর প্রচার,মিটিং,মিছিল। ভোট ময়দানে টি টোয়েন্টির উত্তেজনা। নজর কাড়তে বাংলা বছরের প্রথম দিনটাতে তাই একটু অন্যভাবেই প্রচার সারলেন কোনও কোনও প্রার্থী। কৃষ্ণনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজিয়া আহমেদ ভোটারদের গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সেরেছেন প্রচারপর্বও।

পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল প্রার্থী ও দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর প্রচারের হাতিয়ার ছিল নতুন বছরের বাংলা ক্যালেন্ডার। বাজারে বাজারে দোকানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গেই চলেছে ক্যালেন্ডার প্রচার।ক্যালেন্ডারে রয়েছে প্রার্থীর ছবি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বাম প্রার্থী সইদুল হকের প্রচারে ভোটারদের হাতে তুলে দেওয়া হল নতুন বছরের গ্রিটিংস কার্ড। একইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা।

খালি গলায় গান গেয়েই প্রচারে নেমেছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। ছিল প্রভাতী মিছিল। গান গেয়ে ভোটের বার্তা পৌছে দিলেন প্রার্থী।

.