NIRF Ranking: জাতীয় ক্ষেত্রে চারে বাংলার যাদবপুর, ইঞ্জিনিয়ারিংয়ে এগোল একধাপ
একইসঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের NIRF Ranking তালিকাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে, বাংলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় ক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। জাতীয় স্তরে যাদবপুর ধরে রাখল নিজের স্থান। আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে প্রকাশ করা হয় NIRF Ranking।
ন্যাশনাল ইনস্টিটিউশনাল Ranking ফ্রেমওয়ার্কের আওতায় India Rankings 2023-এর তালিকায় দেখা যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটি। তৃতীয় স্থানে দিল্লিরই জামিয়া মিলিয়া ইসলামিয়া। তারপরই চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা। এরপর একে একে রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, কোয়েম্বাটুরের অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ।
একইসঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের NIRF Ranking তালিকাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে, বাংলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ৬-এ রয়েছে আইআইটি খড়গপুর। আর ১০-এ রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। গতবছর যাদবপুর ছিল একাদশ স্থানে। এবছর একধাপ এগোল। প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিংয়ে শীর্ষে আইআইটি মাদ্রাস। দ্বিতীয় স্থানে আইআইটি দিল্লি। তৃতীয় স্থানে আইআইটি বোম্বে। চতুর্থ আইআইটি কানপুর। তারপর পাঁচে আইআইটি রুরকি। এরপরই আইআইটি খড়গপুর। তারপর আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, এনআইটি তিরুচিরাপল্লী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন, Rujira Banerjee: রুজিরাকে নোটিস, কয়লা পাচার মামলায় তলব ইডির! ৮ জুন হাজিরার নির্দেশ