লাগবে না বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ মার্কস, শিথিল হল NIT-তে ভর্তির নিয়ম

এখন থেকে JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাস করলেই হবে।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 23, 2020, 05:11 PM IST
লাগবে না বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ মার্কস, শিথিল হল NIT-তে ভর্তির নিয়ম
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : এনআইটি সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম শিথিল করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পাওয়ার বাধ্য বাধ্য়কতা রইল থেকে।

এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাস করলেই হবে। ভর্তি হওয়ার জন্য মার্কশিটে কত শতাংশ নম্বর দরকার, তার আর কোনও বাধ্য বাধ্যকতা রইল না।

প্রসঙ্গত, করোনার জেরে লকডাউন পরিস্থিতির মধ্যেই CBSC ও ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (CSAB) ভর্তির নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন, 'আর বাঁচতে চাই না, লকডাউনে ৪ মাস দেখা হয়নি স্বামীর সঙ্গে', হস্টেলে আত্মঘাতী জুনিয়র ডাক্তার 

.