Kolkata | SSKM: বেড মিলল না ৬ হাসপাতালে! এসএসকেএম-এ ট্রলির উপরই চিকিৎসা দুর্ঘটনাগ্রস্তের...

Kolkata | SSKM: এখনও চিকিৎসা শুরু হয়নি। গোল্ডেন আওয়ার পেরিয়ে গেছে। আপাতত ট্রলিতে রেখেই চিকিৎসা শুরু অবিনাশ মাঝির। ট্রলি থেকেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাসপাতালের।

Updated By: Jan 15, 2025, 12:02 PM IST
Kolkata | SSKM: বেড মিলল না ৬ হাসপাতালে! এসএসকেএম-এ ট্রলির উপরই চিকিৎসা দুর্ঘটনাগ্রস্তের...

অয়ন ঘোষাল: একটি কিংবা দুটি নয় পাঁচটি হাসপাতাল ঘুরে ছয় নম্বর হাসপাতালে গিয়েও বেড মিলল না পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়া এক ব্যক্তির। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল খাস কলকাতা। এসএসকেএম হাসপাতালে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পরিবারের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন অবিনাশ মাঝি। তারপর তাঁকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বেড না পাওয়ার ফলে পাঁচটা হাসপাতাল ঘুরে তাঁকে শেষমেশ নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেখানেও ট্রমা কেয়ারে অবিনাশের চিকিৎসা চলছে সেখানেও মেলেনি বেড। 

আরও পড়ুন: হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে বন্দে ভারত, কবে থেকে চালু?

পরিবার জানাচ্ছে, বছর ৩৭'র অবিনাশ-এর অবস্থায় ধীরেধীরে খারাপ হচ্ছে। পরিবারের দাবি, এখনও পর্যন্ত বেড পাইনি রোগী। যন্ত্রণায় ছটফট করছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীকে  নাকি এখন ট্রলির উপর রেখেই চিকিৎসা করা হবে, এমনই অভিযোগ পরিবারের। অবিনাশ পেশায় খাবার ডেলিভারি বয়ের কাজ করে। রয়েছে আর্থিক সমস্যা। এইমত পরিস্থিতিতে একটি যুবক সংসার চালানোর জন্য রাস্তায় ছিল। কিন্তু এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যাবে কেউ সেটি ভাবতে পারেনি। তার উপর একের পর এক হাসপাতাল ওই অবস্থায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিস সূত্রে জানা যায়, ঘাতক লরি পেছনে থেকে তাঁর বাইকের পেছনে ধাক্কা মারে। তখন তিনি খাবার ডেলিভারি করতেই যাচ্ছিলেন।

ঘটনাটি ঘটেছে রাত ১০টা বেজে ২০ মিনিটে। পরের দিন সকাল ১১টা অর্থাৎ প্রায় ১২ ঘণ্টার অধিক সময় অতিক্রান্ত। এখনও কোনরকমের চিকিৎসা পায়নি অবিনাশ। চিকিৎসকদের অনুমান ক্ষতিগ্রস্ত পাটি হারাতে পারেন ওই যুবক। কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু হলেও রোগী ভর্তিতে দুর্ভগ অব্যাহত। প্রশ্ন উঠল হাসপাতালের কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থার বাস্তবায়ন নিয়েও। 

প্রসঙ্গত, আগের বছর নভেম্বর মাসেই ঠিক এমনই কিছু ঘটনা ঘটেছিল এসএসকেএম হাসপাতালে। বর্ধমান মেডিক্যাল থেকে পাঠানো রোগীর বেড মেলেনি এসএসকেএম-এ।  রাতভর স্ট্রেচারের উপর পড়ে থাকে রোগী। শিরদাঁড়ার অস্ত্রোপচারের জন্য এসে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে স্ট্রেচারে রোগী। ২ সপ্তাহ পরে অস্ত্রোপচারের সময় দিয়েছিল হাসপাতাল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.